এনজো ফার্নান্দেজের গোলে বড় জয় পেলো চেলসি

ফুটবল দুনিয়া January 7, 2024 1,177
এনজো ফার্নান্দেজের গোলে বড় জয় পেলো চেলসি

সময়টা খুব ভালো যাচ্ছেনা ফুটবল ক্লাব চেলসির । প্রিমিয়ার লীগে অধারাহিকতা এবং চ্যাম্পিয়নস লিগ থেকেও ছিটকে যাওয়া । তবে ইউরোপা লিগে খেলার সুযোগ রয়েছে ক্লাবটির সামনে। আর সেজন্য হতে হবে এফএ কাপে চ্যাম্পিয়ন। উক্ত টুর্নামেন্টের তৃতীয় রাউন্ডে প্রেস্টন নর্থ এন্ডকে ৪-০ গোলে হারিয়ে সঠিক পথেই আছে চেলসি। ক্লাবটির হয়ে গোল করেন আরমান্দো বোর্হা, থিয়াগো সিলভা, রাহিম স্টারলিং ও এনজো ফার্নান্দেজ।


প্রেস্টনের বিপক্ষে চেলসি জয় পাবে এটাই স্বাভাবিক ছিল তবে দলটির অধারাবাহিক ফর্ম কিছুটা শঙ্কা তৈরি করেছিল। প্রথমার্ধে গোলের দেখা না পেলেও দ্বিতীয়ার্ধে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ায় চেলসি।


ম্যাচের ৫৮ মিনিটে চেলসিকে প্রথম লিড এনে দেন ২২ বছর বয়সী আলবেনিয়ান ফরোয়ার্ড আরমান্দো বোর্হা। ৬৬ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন থিয়াগো সিলভা। কোল পালমারের পাসে অনেকটা লাফিয়ে উঠে হেডে গোল করেন এই ব্রাজিলিয়ান ডিফেন্ডার।


সিলভার গোলের উৎসব না কাটতেই নিজেদের তৃতীয় গোলের দেখা পেয়ে যায় চেলসি। রাহিম স্টার্লিং গোল করেন এবার। ৮৫ মিনিটে চেলসির চতুর্থ ও শেষ গোলেও অবদান রাখেন স্টারলিং। এবার তার সহায়তায় গোল করেন আর্জেন্টাইন মিডফিল্ডার এনজো ফার্নান্দেজ।


এদিন প্রত্যাশিত জয় পেয়েছে নিউক্যাসল ইউনাইটেড, টটেনহ্যাম ও ব্রাইটনও। স্যান্দারল্যান্ডকে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে নিউক্যাসল। অ্যালেক্সান্ডার ইসাক জোড়া গোল করেন। বাকি গোলটি ড্যানিয়েল বালার্ডের।