শেষ মুহুর্তের গোলে জয় দিয়ে বছর শুরু ইন্টার মিলানের

ফুটবল দুনিয়া January 7, 2024 1,113
শেষ মুহুর্তের গোলে জয় দিয়ে বছর শুরু ইন্টার মিলানের

ঘরের মাঠে শনিবার সেরি আর ম্যাচটি ২-১ গোলে জিতেছে সবশেষ ২০২০-২১ মৌসুমের লিগ চ্যাম্পিয়নরা। ১-১ এ এগিয়ে যাওয়া ম্যাচে ৯৩ মিনিটে গোল করে দলকে পূর্ণ পয়েন্ট এনে দেন ফ্রা্ত্তেসি।


ম্যাচের অধিকাংশ সময় বল দখলে রাখা ইন্টার আক্রমণেও আধিপত্য করে। শুরুতে গোলও পেয়ে যায় তারা। ত্রয়োদশ মিনিটে হেনরিক মিখিতারিয়ানের পাস বক্সে পেয়ে নিচু শটে গোলরক্ষককে পরাস্ত করেন লাউতারো মার্তিনেস।


দারুণ ছন্দে থাকা আর্জেন্টাইন স্ট্রাইকারের লিগে এটি ১৫তম গোল। অনেকটা এগিয়ে থেকে গোলদাতাদের তালিকার শীর্ষে তিনি।


অনেকটা সময় ওই গোল আগলে রেখে জয়ের পথে ছিল ইন্টার। কিন্তু ৭৪তম মিনিটে তাদের স্তব্ধ করে দিয়ে সমতা টানেন আগের মিনিটেই বদলি নামা ফরাসি ফরোয়ার্ড তমা অঁরি।


নির্ধারিত ৯০ মিনিট ফুরিয়ে ম্যাচ গড়ায় যোগ করা সময়ে। আগের ম্যাচে জেনোয়ার মাঠে ১-১ ড্র করা ইন্টার এখানেও হোঁচট খাওয়ার পথেই ছিল। ঠিক সেই মুহূর্তে দলকে পথে ফেরান দাভিদে ফ্রাত্তেসি। যোগ করা সময়ের তৃতীয় মিনিটে জয়সূচক গোলটি করেন ১০ মিনিট আগে মিখিতারিয়ানের বদলি নামা ইতালিয়ান মিডফিল্ডার।


অবশ্য তারপরও পয়েন্ট ছিনিয়ে নেওয়ার সুযোগ পায় ভেরোনা। নতুন মোড় নিতে পারত লড়াই। কিন্তু পেনাল্টি পেয়েও কাজে লাগাতে পারেনি তারা; অঁরির স্পট কিক বাধা পায় পোস্টে। জয়ের হাসিতে মাঠ ছাড়ে ইন্টার।


১৯ ম্যাচে ১৫ জয় ও ৩ ড্রয়ে তাদের পয়েন্ট হলো ৪৮।

এই জয়ে লিগ টেবিলে দ্বিতীয় স্থানে থাকা ইউভেন্তুসের চেয়ে ৫ পয়েন্টে এগিয়ে গেল ইন্টার ।

এক ম্যাচ কম খেলা ইউভেন্তুস ৪৩ পয়েন্ট নিয়ে আছে দ্বিতীয় স্থানে