নেইমারের ট্রান্সফারে জালিয়াতির অভিযোগ, তদন্তে ফ্রান্স

ফুটবল দুনিয়া January 6, 2024 1,771
নেইমারের ট্রান্সফারে জালিয়াতির অভিযোগ, তদন্তে ফ্রান্স

নেইমারের ক্যারিয়ারে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে কিসে ,চোট নাকি বার্সেলোনা ছেড়ে পিএসজিতে যাওয়া ? উত্তর খুঁজতে গিয়ে দ্বিধায় পড়ে যাবেন অনেকে । চোটের কারণেই ক্যারিয়ারের অধিকাংশ সময় মাঠের বাইরে কাটিয়েছেন তিনি। বার্সেলোনা ছেড়ে পিএসজিতে চলে যাওয়াতেও কম ক্ষতি হয়নি তার ।


মেসি-সুয়ারেজের সঙ্গে নেইমার গড়েছিলেন সময়ের অন্যতম সেরা আক্রমণভাগ। কিন্তু বার্সায় নিজের সেরা ফর্মে থাকা নেইমার দলবদলের বিশ্বরেকর্ড গড়ে প্যারিস সেইন্ট জার্মেইনে (পিএসজি) যান ২০১৭ সালে। এবার সেই দলবদল নিয়ে এখন জালিয়াতির অভিযোগ উঠেছে।


ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় ২২ কোটি ২০ লাখ ইউরোর দলবদলটিতে দুর্নীতির আশ্রয় নেয়া হয়েছিল- এমন অভিযোগে তদন্তের ঘোষণা দিয়েছে ফ্রান্স সরকার।


প্যারিসের ক্লাবটিতে ছয় মৌসুম কাটিয়েছেন নেইমার। যে আশায় ব্রাজিল তারকাকে টেনেছিল পিএসজি, সে চ্যাম্পিয়নস লিগ অধরাই থেকে গেছে। এরপর প্যারিসিয়ানদের ডেরা ছেড়ে সৌদিতে পাড়ি দিয়েছেন তিনি।


এদিকে ক্লাব ছাড়লেও নেইমারের দলবদলের ভূত পিএসজিতে আবার ফিরেছে। বিপুল অঙ্কের এ অর্থের লেনদেনে জালিয়াতি করে কর ফাঁকি দেওয়া হয়েছে বলে মনে করেছ ফ্রান্স সরকার। তারই ভিত্তিতে ফ্রেঞ্চ কর্তৃপক্ষ এ অভিযোগের তদন্ত করবে।


এরই মধ্যে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাঁখোর আইনপ্রণেতাদের একজন উগো অঁসোঁ ও পিএসজির উচ্চ পর্যায়ের এক নির্বাহীর কথোপকথনের একটি রেকর্ড হাতে পেয়েছে তারা।


ফাঁস হওয়া অডিও রেকর্ডটিতে নেইমারের ট্রান্সফারকে সহজ করার জন্য করফাঁকির বিষয়টি উঠে এসেছে। পার্ক দে প্রিন্সেসে (পিএসজির মাঠ) খেলা দেখা ও অন্যান্য সুবিধার বিনিময়ে নেইমারের দলবদলে পিএসজিকে ট্যাক্সের ক্ষেত্রে বাড়তি সুবিধা দিয়েছেন অঁসোঁ।


ফ্রান্স সরকারের তদন্তে অভিযোগ প্রমাণিত হলে বড় ধরনের শাস্তির মুখে পড়তে পারেন অঁসোঁ। তবে পিএসজির বিরুদ্ধে কি ধরনের ব্যবস্থা নেয়া হবে, সেটি অবশ্য এখনই অনুমান করা যাচ্ছে না।