জন্ম আর্জন্টিনায় তারপরেও মেসির সাথে খেলতে ইচ্ছুক নন

ফুটবল দুনিয়া January 3, 2024 1,693
জন্ম আর্জন্টিনায় তারপরেও মেসির সাথে খেলতে ইচ্ছুক নন

গ্রহের অন্যতম সেরা ফুটবলার বলা হয় লিওনেল মেসিকে। খেলোয়াড়ি জীবনে সম্ভব সবকিছুই জিতেছেন তিনি, সেই সঙ্গে গড়েছেন অসংখ্য রেকর্ড। স্বাভাবিকভাবেই তার সতীর্থ হয়ে খেলাটা কত ফুটবলারের আজন্মের সাধ। বিশ্বকাপজয়ী লিওর সঙ্গে উদযাপন যেকোনো ফুটবলারের জন্য নিশ্চিতভাবেই স্বপ্নের চেয়েও বেশি কিছু।


তবে আর্জেন্টিনার বংশোদ্ভূত সান্তিয়াগো গিমিনেজের কথা আলাদা। তার মতে, মেসির সতীর্থ হওয়ার চেয়ে তার বিপক্ষে খেলাটাই ভালো।


লিওনেল মেসির সতীর্থ হিসেবে আর্জেন্টিনার জার্সি গায়ে চড়ানোর সুযোগ হেলায় হারিয়েছেন গিমিনেজ। জাতীয় দল হিসেবে মেক্সিকোকে বেছে নিয়েছেন ২২ বছরের এ তারকা ফুটবলার।


আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে মেসিকে ইতিহাসের সেরা আখ্যা দিয়ে তিনি জানান, ‘মিথ্যা বলব না, আমি মেসিকে ভালোবাসি, সে যেন একটা পশু। সে ইতিহাসের সেরা , কিন্তু তার বিপক্ষে খেলাটাই ভালো।’


তিনি আরো বলেন, ‘আমি তাকে ভালোবাসি। আমি মনে করি, সে ইতিহাসের সেরা খেলোয়াড়, কিন্তু আমি মেসির জন্য (সঙ্গে খেলার) এই সিদ্ধান্ত (জাতীয় দল নির্বাচন) নিতে পারি না, আমি সেটাই করেছি যা আমার হৃদয় বলেছে......আমি আমার সিদ্ধান্তে খুশি।’


এদিকে চলতি মৌসুমে ডাচ লিগে নিজের জাত চেনাচ্ছেন গিমিনেজ। এই মৌসুমে এরই মধ্যে ২০ গোল করে ফেলেছেন তিনি।


মেক্সিকোর হয়ে ২৪ ম্যাচ খেলে ৪ গোল করেছেন গিমিনেজ। চলতি শীতকালীন দলবদলে তাকে দলে পেতে বেশ কয়েকটি ইংলিশ ক্লাব আগ্রহী। চেলসি ও আর্সেনালের সমর্থকরা তাকে দলে ভেড়াতে ক্লাবের প্রতি চাপ বাড়াচ্ছে।