সবচেয়ে দামি দশ ফুটবলারের তালিকায় রয়েছেন যারা

ফুটবল দুনিয়া January 3, 2024 10,271
সবচেয়ে দামি দশ ফুটবলারের তালিকায় রয়েছেন যারা

শুরু হয়েছে ইউরোপিয়ান ফুটবলের শীতকালীন ট্রান্সফার। মৌসুমের দ্বিতীয়ভাগে এসে বেশ কিছু শীর্ষ দল তাদের স্কোয়াড শক্তিশালী করার চেষ্টা চালাবে। ট্রান্সফার মার্কেটের মূল্য অনুযায়ী একেকজনের গায়ে ‘দামি’ খেলোয়াড়ের তকমা লেগে যায়। নতুন বছরের শুরুতে বিশ্বের শীর্ষ ১০ দামী ফুটবলারের তালিকা প্রকাশ করেছে ট্রান্সফার মার্কেট।


কিলিয়ান এমবাপ্পেকে পেছনে ফেলে এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে দামি খেলোয়াড় হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন ম্যানচেস্টার সিটির আর্লিং হালান্ড। তালিকার দ্বিতীয় স্থানে রয়েছেন ফ্রান্সের এমবাপ্পে। রিয়াল মাদ্রিদে ১০৩ মিলিয়ন ইউরোতে যোগ দেবার পর থেকে বেলিংহামের ক্যারিয়ার পাল্টে গেছে। বিশ্ব ফুটবলে এখন তিনি তৃতীয় মূল্যবান খেলোয়াড়।


শীর্ষ পাঁচে আরো আছেন হ্যারি কেন ও বুকায়ো সাকা। বায়ার্নে কেনের মূল্য ১০৬.৫ মিলিয়ন ইউরো ও আর্সেনালে সাকা আছেন ১০৩.৫ মিলিয়ন ইউরোর চুক্তিতে। শীর্ষ দশে আর্সেনালের আরো একজন খেলোয়াড় রয়েছেন। ৮৯.২ মিলিয়ন ইউরোতে ডিক্লান রাইস নিজেকে শীর্ষ খেলোয়াড় হিসেবে প্রমাণ করেছেন। তার আগে আছেন রিয়াল মাদ্রিদের ভিনিসিয়ুস জুনিয়র ও বায়ার্ন মিউনিখের জামাল মুসিয়ালা।


বিশ্বের শীর্ষ ১০ দামি খেলোয়াড়ের তালিকা :

১. আর্লিং হালান্ড

২. কিলিয়ান এমবাপ্পে

৩. জুড বেলিংহাম

৪. হ্যারি কেন

৫. বুকায়ো সাকা

৬. ভিনিসিয়ুস জুনিয়র

৭. জামাল মুসিয়ালা

৮. ডিক্লান রাইস

৯. গাভি

১০. মোয়েসিস কেইসেডো।


সূত্রঃ চ্যানেল ২৪