এবার প্রীতি ম্যাচ খেলতে ভারতে আসছে আর্জেন্টিনা

ফুটবল দুনিয়া January 2, 2024 7,643
এবার প্রীতি ম্যাচ খেলতে ভারতে আসছে আর্জেন্টিনা

২০২১ কোপা আমেরিকা জয়ের পর থেকে দুর্দান্ত ফর্মে রয়েছে আর্জেন্টিনা । প্রথমে ফিনালিসসিমা ট্রফি জয় এরপর ৩৬ বছরের অবসান ঘটিয়ে বিশ্বকাপ জিতেছে আলবিসেলেস্তেরা । যদিও বিশ্বচ্যাম্পিয়ন হয়ে গত বছরের জুনে বাংলাদেশ ও ভারতে দুটি প্রীতি ম্যাচ খেলার কথা ছিল তাদের । কিন্তু ভেন্যু জটিলতায় মেসিদের শেষ পর্যন্ত বাংলাদেশে আনতে পারেনি বাফুফে। অন্যদিকে আর্থিক জটিলতায় ম্যাচ আয়োজন থেকে সরে দাঁড়ায় ভারতের ফুটবল ফেডারেশন।


তবে কেরালা সরকারের আমন্ত্রণে চলতি বছরে জুলাইয়ে ভারতে প্রীতি ম্যাচ খেলতে রাজি হয়েছে আলবিসেলেস্তেরা। কেরালার গণমাধ্যমের বরাত দিয়ে এমনটাই জানিয়েছে, ভারতীয় সংবাদ মাধ্যম ‘স্পোর্টসকিডা’।


সংবাদ মাধ্যমটি জানিয়েছে, কেরালা সরকারের আমন্ত্রণে জুলাইয়ে রাজ্যটিতে প্রীতি ম্যাচ খেলতে রাজি হয়েছে আর্জেন্টিনা। এ বিষয়ে আলোচনা এগিয়ে নিতে দুই পক্ষের মধ্যে সাক্ষাতের প্রত্যাশা করা হচ্ছে।


ধারণা করা হচ্ছে, প্রীতি ম্যাচটি ভারতের বিপক্ষে খেলবে মেসিরা। যদিও এ বিষয়ে স্পষ্ট করে কিছু জানায়নি সংবাদ মাধ্যমটি।


সবশেষ ২০১১ সালে ভারতের মাটিতে প্রীতি ম্যাচ খেলেছিল আর্জেন্টিনা। সেবার কলকাতার সল্ট লেক স্টেডিয়ামে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ভেনেজুয়েলাকে ১-০ গোলে হারিয়েছিল মেসিরা। একই বছর বাংলাদেশের মাটিতেও নাইজেরিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচ খেলেছিল আলবিসেলেস্তেরা। সে ম্যাচে তারা জয় পেয়েছিল ৩-১ ব্যবধানে।