ইউরোপিয়ান ফুটবলের সবথেকে বড় তারকা হিসেবেই সৌদি আরবে পাড়ি জমিয়েছিলেন করিম বেনজেমা। রিয়াল মাদ্রিদে নিজের সাবেক সতীর্থ ক্রিশ্চিয়ানো রোনালদোর পথ অনুসরণ করেই আল ইত্তিহাদে নাম লিখিয়েছিলেন তিনি। তবে ফরাসি এই ফুটবলার মরুর দেশে নিজেকে ঠিকভাবে মেলে ধরতে পারেননি। কোচের সঙ্গে দ্বন্দ্বের খবরও রটেছে বেশ কয়েকবার।
বেনজেমার ইত্তিহাদ গত বুধবার আল নাসেরের বিপক্ষে মাঠে নেমেছিল। তবে রোনালদোর দলের বিপক্ষে ৫-২ গোলের বিশাল ব্যবধানে পরাজিত হয় ইত্তিহাদ। সেই ম্যাচের পর থেকেই ফরাসি তারকাকে কেউ খুঁজে পাচ্ছেন না। গুঞ্জণ উঠেছে সৌদি ক্লাব ছেড়ে নতুন ঠিকানা খুজছেন এই ফরাসি তারকা।
আন্তর্জাতিক বিভিন গণমাধ্যমের খবর অনুযায়ী, গত বৃহস্পতিবার এবং শুক্রবার বেনজেমা ক্লাবের অনুশীলনও করেননি। এ কারণে আল তায়ীর বিপক্ষে পরের ম্যাচের একাদশেও তিনি থাকবেন না বলে জানা গেছে। সৌদি সংবাদমাধ্যম আল রিয়াদিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, বেনজেমা বন্দর নগরী জেদ্দা ছেড়ে গেছেন।
তবে কেন তিনি জেদ্দা ছেড়েছেন এর কারণ জানা যায়নি। এদিকে গত বেশ কয়েকদিন ধরেই ফরাসি এই তারকার ইন্সটাগ্রাম অ্যাকাউন্টটিও খুঁজে পাওয়া যাচ্ছে না। আল নাসেরের বিপক্ষে হারের পর তিনি নিজেই অ্যাকাউন্ট অফলাইন করে রেখেছেন বলে ধারণা করা হচ্ছে।
আল ইত্তিহাদে ২৪ ম্যাচে ১৫টি গোল করেছেন বেনজেমা। তবে ক্লাবটির সমর্থকরাও তাঁর উপর সন্তুষ্ট নয়। এসব কারণেই বেনজেমা সবকিছু থেকে নিজেকে দূরে সরিয়ে রাখছেন বলে ধারণা করা হচ্ছে। এদিকে সৌদি সংবাদ মাধ্যমগুলোর দাবি, ইত্তিহাদে সুখে নেই বেনজেমা। তিনি সৌদি লিগ ছাড়তে চান। হঠাৎ করে সাবেক ক্লাবের শহরে যাওয়ায় দুইয়ে দুইয়ে চার মিলিয়েছে দেশটির স্থানীয় গণমাধ্যমগুলো।
তবে ক্লাবের এক কর্মকর্তা জানিয়েছেন, বিশেষ কারণে মাদ্রিদ গিয়েছেন বেনজেমা। তিনি তিন দিনের ছুটি চেয়েছিলেন। যেটাতে সম্মতি দিয়েছে ক্লাব। কোনো কারণ ছাড়া নিরুদ্দেশ এমন অভিযোগ উড়িয়ে দিয়ে ওই কর্মকর্তা বলেন, ‘করিম খুবই পেশাদার। সে দলের প্রতি প্রতিজ্ঞাবদ্ধ।’
সূত্রঃ ঢাকা মেইল