জন্মদিনে মাকে কোটি টাকার উপহার দিলেন রোনালদো

ফুটবল দুনিয়া January 1, 2024 577
জন্মদিনে মাকে কোটি টাকার উপহার দিলেন রোনালদো

গতকাল ৩১শে ডিসেম্বর ছিল পর্তুগিজ সুপারস্টারের মা মারিয়া দোলোরেস এভেইরোর জন্মদিন। রোববার মায়ের জন্মদিন পালন করতে সৌদি আরব থেকে পর্তুগালের মাদেইরা শহরে ছুটে যান সিআরসেভেন। জন্মদিনের উপহার হিসেবে মায়ের জন্য নিয়ে যান বিলাসবহুল গাড়ি। যা দেখে আবেগাপ্লুত হয়ে পড়েন রোনালদোর মা দোলোরেস এভেইরো।


১৯৫৪ সালের ৩১শে ডিসেম্বর জন্মগ্রহণ করেন দোলোরেস এভেইরো। রোববার ৬৯ বছর বয়সে পদার্পণ করেন তিনি। জন্মদিনে মায়ের জন্য বিশ্ববিখ্যাত জার্মান গাড়ি প্রস্তুতকারক কোম্পানি পোরশার একটি গাড়ি উপহার দেন রোনালদো। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, বাড়ির গ্যারেজে পার্ক করা ছিল ব্র্যান্ড নিউ পোরশা গাড়িটি। উপহারের কাছে দাদী দোলোরেস এভেইরোকে ধরে নিয়ে আসেন রোনালদোর বড় ছেলে ক্রিস্টিয়ানো রোনালদো জুনিয়র।


ছেলের উপহার দেখে আনন্দে কেঁদে ফেলেন সিআরসেভেনের মা।

আবেগঘন সেই মুহূর্তের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন ক্রিস্টিয়ানো রোনালদোর বোন কাতিয়া এভেইরো। শিরোনামে এই পর্তুগিজ সংগীতশিল্পী লিখেন, ‘(মায়ের) আনন্দের কারণ ছেলের দেয়া দামি উপহারের জন্য নয়; বরং ছেলে তার জন্মদিন মনে রেখেছেন সেজন্য।’

এরপর কাতিয়া লিখেন, ‘আপনারা নিজেদের বাবা এবং মাকে সম্মান করুন।’


বৃটিশ দৈনিক মেইল অনলাইন জানিয়েছে, মায়ের জন্য রোনালদোর ক্রয়কৃত গাড়িটি পোরশা ব্র্যান্ডের কায়েন মডেলের। যার বর্তমান বাজারমূল্য ১ লাখ ডলার বা ১ কোটি টাকারও বেশি।


ক্রিস্টিয়ানো রোনালদোর মা ভক্তি নতুন কিছু নয়। ২০০৫ সালে বাবা হোসে দিনিজ এভেইরোকে হারানোর পর মায়ের কাছেই বড় হন সিআরসেভেন। যার স্নেহে বড় হয়েছেন রোনালদো, করেছেন বিশ্বজয়- সেই মা দোলোরেস এভেইরোর সঙ্গে নিজের প্রতিটি অর্জনের আনন্দ ভাগ করে নেন সিআরসেভেন। এমনকি ২০১০ সালে মায়ের জন্মদিনে উপস্থিত হতে অনীহা প্রকাশ করায় রুশ মডেল প্রেমিকা ইরিনা শায়েখের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতেও পিছ পা হননি রোনালদো। ইরিনার পর জর্জিনা রদ্রিগেজের সঙ্গে সম্পর্কে জড়ান ক্রিস্টিয়ানো।