জয় দিয়ে বছর শেষ ম্যানসিটি-অ্যাস্টন ভিলার, হারলো ম্যানইউ

ফুটবল দুনিয়া December 31, 2023 367
জয় দিয়ে বছর শেষ ম্যানসিটি-অ্যাস্টন ভিলার, হারলো ম্যানইউ

বছর শেষে জমে উঠেছে ইংলিশ প্রিমিয়ার লিগ । শেফিল্ডকে ২-০ গোলে হারিয়ে পয়েন্ট টেবিলের তিনে উঠে এল ম্যানসিটি। ঘরের মাঠে দুর্দান্ত জয়ে লিভারপুলকে ছুঁয়েছে অ্যাস্টন ভিলা । লুটন টাউনের সঙ্গে জিতেছে চেলসি। তবে অধারাবাহিকতার বৃত্তে ম্যানইউ। এবার তারা হেরেছে টেবিলের ১৫ নম্বর দল নটিংহ্যামের বিপক্ষে। সিরি আয় জিতেছে এসি মিলান ও জুভেন্টাস। রোমার বিপক্ষে হাইভোল্টেজ ম্যাচে ১-০ গোলে জিতেছে তুরিনের ওল্ড লেডিরা।


বছরের শেষটা জয় দিয়ে রাঙালো ম্যানসিটি। প্রায় দুই মাসের মধ্যে প্রথমবার লিগে টানা জয় সিটিজেনদের। পয়েন্ট টেবিলের তলানীর দল শেফিল্ড ইউনাইটেড। ইতিহাদে তাদের বিপক্ষে এগিয়ে যেতে সময় নেয়নি স্বাগতিকরা। ফিল ফোডেনের পাস থেকে গোল করেন রদ্রি। প্রথম লেগে এই স্প্যানিশ মিডফিল্ডারের গোলেই ম্যাচ জিতেছিল পেপ গার্দিওয়ালা শীষ্যরা।


দ্বিতীয়ার্ধেও বল দখলে আধিপত্য ধরে রাখে ম্যানসিটি। ব্যাবধান বাড়ান জুলিয়ান আলভারেজ। এবারও অ্যাসিস্টে ফিল ফোডেন। প্রিমিয়ার লিগ, এফ কাপ, চ্যাম্পিয়ন্স লিগ, উয়েফা সুপার কাপসহ ফিফা ক্লাব বিশ্বকাপ জিতে দারুন একটা বছর কাটিয়েছে ম্যানসিটি।


শনিবার রাত ৯ টায় ঘরের মাঠে বার্নলিকে আতিথ্য দেয় অ্যাস্টন ভিলা। পয়েন্ট টেবিলের তলানিতে থাকা বার্নলির বিপক্ষে পূর্ণ তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়তে বেশ ঘাম ঝড়াতে হয়েছে অলি ওয়াটকিন্স, মুসা ডিয়াবি, দোগলাস লুইজ, এমিলিয়ানো মার্তিনেসদের। ঘরের মাঠে দুবার এগিয়ে গিয়েও পয়েন্ট হারানোর শঙ্কায় ছিল অ্যাস্টন ভিলা। যদিও ম্যাচের ৮৯তম মিনিটে পেনাল্টি থেকে করা লুইজের গোলে ৩-২ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে ভিলা। এই জয়ে ২০ ম্যাচে ৪২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে অবস্থান করছে অ্যাস্টন ভিলা। শীর্ষে থাকা লিভারপুলের পয়েন্ট ৪২ হলেও গোল ব্যবধানে এগিয়ে রয়েছে দলটি।


এদিকে ঠিক উল্টো ছবি নগর প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার ইউনাইটেডের। পয়েন্ট টেবিলের ১৫ নম্বর দল নটিংহ্যাম ফরেস্টের সঙ্গে এবার বিধ্বস্ত এরিক টেন হাগ শীষ্যরা। প্রিমিয়ার লিগে শেষ পাঁচ ম্যাচে তিন হার রেড ডেভিলদের।


সিটি গ্রাউন্ডে দ্বিতীয়ার্ধে ডেড লক ভাঙে নটিংহ্যাম। গনজালো মন্টিয়েলের পাস থেকে স্কোর শিটে নাম তুলেন নিকোলাস ডমিংগুয়েস।


১৪ মিনিটের ব্যবধান সমতায় ফেরে ম্যানইউ। মার্কাশ র‍্যাসফোর্ডের গোলে ম্যাচে প্রাণ ফিরে আসে। তবে এ গোলে নটিংহ্যাম গোলরক্ষক টার্নারের ভূমিকাও কম নয়।

তবে ৪ মিনিটের মধ্যে রেড ডেভিলদের আশার বেলুন চুপসে যায়। সাবেক ম্যানইউ তারকা অ্যান্থনি এলাঙ্গার পাস পূর্ণতা দেন মরগ্যান গিবস হোয়াইট।


১৯৯৪ সালের পর প্রথমবার নটিংহ্যামের বিপক্ষে হারলো ম্যানচেস্টার ইউনাইটেড।