রোনালদর গোল, বড় জয় দিয়ে বছর শেষ আল নাসেরের

ফুটবল দুনিয়া December 31, 2023 2,264
রোনালদর গোল, বড় জয় দিয়ে বছর শেষ আল নাসেরের

শিরোপা দৌড়ে টিকে থাকতে জয়ের বিকল্প ছিলনা আল নাসরের । পয়েন্ট হারালে শীর্ষে থাকা আল-হিলালের চেয়ে আরও পিছিয়ে পড়তো ক্রিস্টিয়ানো রোনালদোর দল। তবে পর্তুগিজ মহাতারকার আগুনে ফর্ম দলকে এখনও লিগ শিরোপার আশা দেখাচ্ছে। চলতি বছরের সর্বোচ্চ গোলদাতা রোনালদোর জ্বলে উঠলেন আরও একবার। তবে তার আগে সতীর্থরাও জ্বলে ওঠায় বড় জয় পেয়েছে আল-নাসর।


শনিবার (৩০ ডিসেম্বর) সৌদি লিগের খেলায় আল-তাউনের বিপক্ষে প্রথমে গোল খেয়েও ৪-১ গোলের বড় জয় পেয়েছে আল-নাসর। শুরুতেই আশরাফ এল মাহদিওইয়ের গোলে আল-তাউন এগিয়ে যায়। এরপর মার্সেলো ব্রোজোভিচের গোলে সমতায় ফেরে আল-নাসর। এরপরে আয়মারিক লাপোর্তে, ওতাভিও ও রোনালদো বাকি গোলগুলো করেন।


এদিন ম্যাচের শুরুতে বেশ কিছুক্ষণ মাঠ ধোঁয়াশায় ঢাকা ছিল। তবে কিছুক্ষণের মধ্যেই সেই ধোঁয়াশা কেটে যায়। ম্যাচের ১৩ মিনিটের মাথায় পেনাল্টি পায় আল-তাউন। আল-নাসরের গোলরক্ষক নাওয়াফ আল-আকিদি তাউনের এল মাহদিওইর স্পটকিক ঠেকিয়ে দিলেও ফিরতি বলে তিনি গোল করে দলকে এগিয়ে দেন। তবে ব্রোজোভিচ ২৬ মিনিটে গোল করে আল-নাসরকে সমতায় ফেরান।


তালিস্কা অ্যান্ডারসন রোনালদোর সঙ্গে বল দেওয়া-নেওয়া করে তাউনের ডি-বক্সে বল বাড়ান। সুযোগসন্ধানী ব্রোজোভিচ দ্রুত ডি-বক্সে ঢুকে একা হয়ে পড়া গোলরক্ষককে ফাঁকি দেন। ৩৪ মিনিটে ফের গোল পেয়ে যাচ্ছিল নাসর। কর্নবার থেকে আসা বলে জোরাল হেড নিয়েছিলেন আমিরি। কিন্তু বল পোস্ট কাঁপিয়ে মাঠের বাইরে চলে যায়।


পরের মিনিটেই অবশ্য লাপোর্তের গোলে এগিয়ে যায় নাসর। কর্নার থেকে আসা বলে হেড করে গোল করেন এই স্প্যানিশ ডিফেন্ডার।


৪০ মিনিটে ওতাভিওর হেড বারের অল্প একটু ওপর দিয়ে গেলে হতাশ হয় নাসর। তবে দ্বিতীয়ার্ধের শুরুতেই ওতাভিওর গোলেই ব্যবধান বাড়ায় নাসর। বাঁ প্রান্ত থেকে নাসরের এক খেলোয়াড়ের পাঠানো বল তাউনের ডিফেন্ডার ঠেকিয়ে দিলেও বল পেয়ে যান ফাঁকায় দাঁড়ানো ওতাভিও। জোরাল শটে বল জালে পাঠান এই পর্তুগিজ মিডফিল্ডার।


৫৫ মিনিটে সুবর্ণ সুযোগ মিস করেন রোনালদো। সতীর্থের বাড়ানো লং বল প্রতিপক্ষের অফসাইডের ফাঁদ ভেঙে নিয়ন্ত্রণে নিলেও ডি-বক্সে ঢুকে রোনালদো গোলরক্ষককে একা পেয়েও যে জোরাল শট নেন, তা গোলপোস্টের ওপর দিয়ে যায়। তবে ৯২ মিনিটে ভুলের প্রায়শ্চিত্ত করেন তিনি। হেড থেকে চলতি বছরের ৫৪তম গোলটি করেন এই ৩৮ বছর বয়সী মহাতারকা। চলতি বছরে গোল করায় সবার ওপরে থেকেই শেষ করলেন রোনালদো।


এই জয়ে ১৯ ম্যাচে ৪৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানেই থাকল আল নাসর। শীর্ষে থাকা আল-হিলালের চেয়ে ৭ পয়েন্ট পিছিয়ে রোনালদোর দল।