পর্তুগাল কোচের ইঙ্গিত, ২০২৬ বিশ্বকাপ খেলবেন রোনালদো

ফুটবল দুনিয়া December 29, 2023 4,284
পর্তুগাল কোচের ইঙ্গিত, ২০২৬ বিশ্বকাপ খেলবেন রোনালদো

প্রায় দুই দশক ধরে বিশ্ব ফুটবল মাতিয়ে বেড়ানো এই তারকার বয়সটা ৪০-এর কাছাকাছি । এই বয়সেও সেই একই ক্ষুধা নিয়ে ছুটছেন রোনালদো। একের পর এক গোল করছেন; দলকে এনে দিচ্ছেন জয়ের স্বাদ।ইতোমধ্যেই ২০০ আন্তর্জাতিক ম্যাচের মাইলফলক পার করেছেন এই পর্তুগিজ তারকা । তাই প্রশ্নটা হয়তোবা তার মনেও উঁকি দেয়—বুটজোড়া কবে তোলে রাখা যায়?


তবে পর্তুগাল কোচ রবার্তো মার্টিনেজ দিলেন নতুন ইঙ্গিত। ২০২৬ বিশ্বকাপেও দেখা যেতে পারে ক্রিস্টিয়ানোকে।


পর্তুগালের প্রধান কোচ রবার্তো মার্টিনেজ ক্রিস্টিয়ানো রোনালদোর পরের বিশ্বকাপ খেলা নিয়ে সরাসরি কিছু বলেননি। স্প্যানিশ এই ম্যানেজার বলেছেন, এখনই অবসরের চিন্তা করছেন না আগামী ফেব্রুয়ারিতে ৩৯ বছর বয়সে পদার্পণ করবেন রোনালদো। গত জুনে আইসল্যান্ডের বিপক্ষে ২০০তম আন্তর্জাতিক ম্যাচ খেলেন সিআরসেভেন। সেই ম্যাচের আগে কোচ মার্টিনেজকে নিজের লক্ষ্যের কথা জানিয়েছিলেন রোনালদো। বলেছিলেন, ২০০ ম্যাচ খেলার মাইলফলক নিয়ে উচ্ছ্বসিত নন তিনি, তার চোখ ২৫০তম ম্যাচে।


এখন পর্যন্ত ২০৫টি আন্তর্জাতিক ফুটবল ম্যাচ খেলেছেন রোনালদো। অর্থাৎ, কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পর্তুগিজ সুপারস্টারের এখনো ৪৫টি ম্যাচ খেলতে হবে। আর এই সংখ্যক ম্যাচ খেলতে নিঃসন্দেহে আরো কয়েক বছর আন্তর্জাতিক অঙ্গনে খেলতে হবে রোনালদোকে।


মার্টিনেজ বলেন, ‘আমি তাকে জিজ্ঞেস করেছিলাম, ২০০ ম্যাচের মাইলফলকে পৌঁছানো নিয়ে তার আগ্রহ আছে কি না... এবং সে আমাকে বলেছিল- ২৫০ ম্যাচ নিয়ে আগ্রহী আমি।’


নতুন বছরে জার্মানিতে বসবে উয়েফা ইউরো চ্যাম্পিয়নশিপের ১৭তম আসর। ২০২৬ বিশ্বকাপ নিয়ে কিছু না বললেও আসন্ন ইউরো খেলা নিয়ে আত্মবিশ্বাসী ক্রিস্টিয়ানো রোনালদো। গত অক্টোবরে এক সাক্ষাৎকারে সিআরসেভেন বলেছিলেন, ‘আশা করি, ২০২৪ ইউরো খেলব। এখনও অনেক সময় বাকি। আশা করি কোনো সমস্যা বা ইনজুরিতে পড়ব না। আমি খেলতে আশাবাদী।’


রোনালদোর এ বাসনাতেই প্রকাশ পায় নিজের প্রতি আত্মবিশ্বাস। ৩৮তম বসন্তে পা রাখলেও সেই বিষয় নিয়ে মোটেও চিন্তিত নন এই তারকা। ২৫০-এর লক্ষ্য পূরণে পরবর্তী বিশ্বকাপ খেলার ভাবনা এখনও ভালোভাবেই মাথায় আছে রোনালদোর। ফলে দেখা যেতে পারে আগামী বিশ্বকাপেও। তবে দীর্ঘ এই পথ পাড়ি দিয়ে ফিটনেস আর ফর্ম ধরে রাখতে পারবেন কি-না সেটিই এখন দেখার বিষয়।


বর্তমানে যে ফর্মে রয়েছেন রোনালদো, তাতে সন্দেহের অবকাশ নেই যে ইউরোতেও পর্তুগালের আক্রমণভাগের মূল অস্ত্র হবেন তিনি। ২০২৩ সালে ক্লাব এবং আন্তর্জাতিক মিলিয়ে এখন পর্যন্ত সর্বোচ্চ ৫৩ গোল করেছেন রোনালদো। এর মধ্যে আল নাসর এফসির হয়ে ৪৩ এবং পর্তুগালের হয়ে ১০টি গোল করেন।