এভারটনকে হারিয়ে শিরোপা দৌড়ে টিকে রইলো ম্যানসিটি

ফুটবল দুনিয়া December 28, 2023 541
এভারটনকে হারিয়ে শিরোপা দৌড়ে টিকে রইলো ম্যানসিটি

শেষ ৫ ম্যাচের তিনটিতে পয়েন্ট হারিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগে শিরোপা দৌড় থেকে ছিটকে যাচ্ছিল ম্যানসিটি । কিন্ত এভারটনকে ৩-১ গোলে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষ চারে উঠে শিরোপা দৌড়ে থাকল গার্দিওলা দল।


১৮ ম্যাচে ১১ জয় ও ৪ ড্রয়ে ৩৭ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে ম্যানসিটি। পাঁচ নম্বরে নেমে যাওয়া টটেনহ্যাম হটস্পারের পয়েন্ট ৩৬।


লিভারপুল ১৯ ম্যাচে ৪২ পয়েন্ট নিয়ে টেবিলে সবার উপরে আছে। ১৮ ম্যাচে ৪০ পয়েন্ট নিয়ে দুইয়ে আর্সেনাল। তৃতীয় স্থানে থাকা অ্যাস্টন ভিলা ১৯ ম্যাচে ৩৯ পয়েন্ট পেয়েছে।


গুডিসন পার্কে বুধবার রাতে প্রথমার্ধে বর্তমান চ্যাম্পিয়নরা পিছিয়ে পড়েছিল। ডোয়াইট ম্যাকনিলের পাসে বল পেয়ে বাঁ-পায়ের লক্ষ্যভেদে ২৯ মিনিটে এভারটনকে এগিয়ে দেন জ্যাক হ্যারিসন।


ম্যানসিটি দ্বিতীয়ার্ধে তিন গোল করে দারুণভাবে ঘুরে দাঁড়ায়। ৫৩ মিনিটে বের্নার্দো সিলভার অ্যাসিস্টে বল নিয়ে দূরপাল্লার শটে অতিথিদের সমতায় ফেরান ফিল ফোডেন।


পর্তুগিজ মিডফিল্ডার বের্নার্দো সিলভা গড়েছেন দারুণ এক রেকর্ড। ফোডেনের গোলে সহায়তা করার মাধ্যমে ইংলিশ প্রিমিয়ার লিগে এখন তিনি স্বদেশী ক্রিস্টিয়ানো রোনালদোর রেকর্ড ৩৭ অ্যাসিস্টে ভাগ বসিয়েছেন।


ডি বক্সের ভেতর আমাদৌ ওনানার হাতে বল লাগলে ভিএআরের সাহায্য নিয়ে রেফারি সিটির পক্ষে পেনাল্টির বাঁশি বাজান। স্পট কিকে ৬৪ মিনিটে লক্ষ্যভেদ করেন জুলিয়ান আলভারেজ।


অ্যাসিস্টের রেকর্ড গড়ার রাতে গোলের দেখাও পান বের্নার্দো সিলভা। বাঁ-পায়ে দুরহ কোণ থেকে নেয়া শটে ৮৬ মিনিটে তিনি বল জালে জড়ান।