অবশেষে চার ম্যাচ পর জয় পেলো ম্যানচেস্টার ইউনাইটেড

ফুটবল দুনিয়া December 27, 2023 484
অবশেষে চার ম্যাচ পর জয় পেলো ম্যানচেস্টার ইউনাইটেড

আগের ম্যাচেই ওয়েস্টহ্যামের কাছে হার ম্যানইউর দু:সময়কে আরো বাড়িয়েছে। বড়দিনে স্যার রাটক্লিফ এক চতুর্থাংশ মালিকানা কিনে নিয়ে সমর্থকদের ধৈর্য ধরার আহ্বান জানালেন। কিন্তু ঘরের মাঠে ২৬ মিনিটে অ্যাস্টনভিলার কাছে দু গোল খাওয়ায় কিভাবে ধৈর্য রাখে ভক্তরা!


কিন্তু দুই তরুণ প্রত্যাবর্তনের গল্প লিখলেন ওল্ড ট্র্যাফোর্ডে। বক্সিং ডেতে দারুণ এক জয় উপহার দিলেন তারা- আর্জেন্টিনার আলেসান্দ্রো গারনাচো আর ডেনমার্কের রাসমুস হোইলুন্ড। মঙ্গলবার (২৬ ডিসেম্বর) ওল্ড ট্রাফোর্ডে ম্যান ইউয়ের বিপক্ষে ৩-২ গোলে হেরেছে অ্যাস্টন ভিলা।


০-২ গোলে পিছিয়ে পড়া ম্যানইউকে বিরতির পরপরই খুশিতে নাচিয়ে তুলেছিলেন গারনাচো। কিন্ত অফসাইডে বাতিল হয় গোলটি। তবে ভক্তদের বেশিক্ষণ অপেক্ষায় রাখেননি আর্জেন্টাইন। ৫৯ মিনিটে রাশফোর্ডের অ্যাসিস্টে স্বদেশী দিবু মার্তিনেজকে পরাস্ত করেন তিনি।


১২ মিনিট পর আবার গোল গারনাচোর। সমতা ওল্ড ট্র্যাফোর্ডে। ৮২ মিনিটে একটি কর্নার থেকে বল পেয়ে বা পায়ের ভলিতে জয়সূচক গোল করেন হোইলুন্ড। এ গোল শুধু যে জয় এনে দিয়েছে দলকে তা নয়, ১৪ ম্যাচ পর প্রিমিয়ার লিগে প্রথম গোলের দেখা পেলেন ৯২ মিলিয়ন ডলারে আতালান্তা থেকে আসা এই ড্যানিশ।


এই জয়ে ১৯ ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে ষস্ঠ স্হানে উঠে এলো ম্যানইউ। ৩৯ পয়েন্ট নিয়ে তৃতীয় স্হানে ভিলা।


সূত্রঃ অনলাইন