যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের এই ক্লাবে আর্জেন্তাইন তারকা যোগ দিয়েছিলেন মৌসুমের মাঝপথে। তবুও তার জাদুতে লিগ কাপের শিরোপা জয় করে মিয়ামি। এদিকে ২০২৩ সালকে বিদায় করে নতুন বছরকে বরণ করে নিতে প্রস্তুত পুরো বিশ্ব। সামনে আসছে নতুন বছর। আসন্ন বছরে জাতীয় দল ও ইন্টার মিয়ামির হয়ে বেশকিছু ট্রফি জেতার সুযোগ রয়েছে লা পুলগার।
২০২১ সালে স্বাগতিক ব্রাজিলকে হারিয়ে যে কোপা আমেরিকার শিরোপা জিতেছিল, নতুন বছরে সেটা ধরে রাখার চ্যালেঞ্জ তাদের সামনে। আগামী বছরের ২০ জুন থেকে ১৪ জুলাই পর্যন্ত চলবে কোপার টুর্নামেন্টটি। আনহেল ডি মারিয়া তো ঘোষণাই দিয়েছেন, কোপা শেষেই অবসরে যাবেন তিনি।
কোপা শেষ হওয়ার দুই সপ্তাহ পর প্যারিসে শুরু হবে অলিম্পিক গেমস। আর্জেন্টিনার অনূর্ধ্ব-২৩ দলের ফুটবলাররা অংশ নেবে এতে হাভিয়ের মাশচেরানোর অধীনে। এই প্রতিযোগিতায় তিনজন ফুটবলার রাখার বিধান আছে, যাদের বয়সের কোনো সীমা নেই। অনেকেই এখানে মেসির খেলার সম্ভাবনা দেখছেন। কোচও মেসিকে নেওয়ার সম্ভাবনা উড়িয়ে দেননি। তিনি খেললে স্বর্ণপদক জয়ের সম্ভাবনাও জেগে উঠবে আবার।
মেসি এবার মেজর লিগ সকারের মৌসুমের শুরু থেকেই খেলবেন। গত মৌসুমে প্লে অফে উত্তির্ণ হয়নি তার ক্লাব ইন্টার মিয়ামি। এবার সেই সুযোগ আছে। এমনকি জিততে পারে ট্রফিও। এছাড়া গত বছর লিগস কাপ জিতে কনকাকাফ চ্যাম্পিয়নস কাপের যোগ্যতা অর্জন করেছে মিয়ামি। এই ট্রফির পাশাপাশি এ বছর ফের লিগস কাপ জেতার সুযোগ আছে মেসির দলের।
কনকাকাফে যদি তারা চ্যাম্পিয়ন হয় তবে ইন্টার মিয়ামি বছরের শেষে ইন্টারকন্টিনেন্টাল কাপে অংশ নেওয়ার যোগ্যতা অর্জন করবে। টুর্নামেন্টটা অনেকটা বিশ্বকাপের মতোই। আগামী ২০২৫ সাল থেকে যা ৪ বছর অন্তর অন্তর আয়োজন করা হবে ৬টি দলের অংশগ্রহণে। এছাড়া আছে ইউএস ওপেন কাপ জেতার সুযোগ। এ সবগুলো ট্রফি জিতলে তিনি এক মৌসুমে ৮ ট্রফি জিততে পারবেন। তাতে হয়তো নতুন ইতিহাসও রচিত হতে পারে!
সূত্রঃ ঢাকা মেইল