আর্জেন্টিনার যে বিস্ময় বালককে কিনতে উঠেপড়ে লেগেছে ম্যানসিটি

ফুটবল দুনিয়া December 24, 2023 2,259
আর্জেন্টিনার যে বিস্ময় বালককে কিনতে উঠেপড়ে লেগেছে ম্যানসিটি

এবার আর্জেন্টাইন বিস্ময় বালক ক্লদিও এচেভেরিকে দলে ভেড়াতে উঠেপড়ে লেগেছে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটি। এখনও কিছু চূড়ান্ত না হলেও কথাবার্তা চালিয়ে যাচ্ছে প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নরা।


আর্জেন্টিনা অনূর্ধ্ব-১৭ দলের হয়ে নজর কাড়া এচেভেরির এ মৌসুমেই রিভারপ্লেটের হয়ে অভিষেক হয়েছে। আর্জেন্টাইন ক্লাবটি তার রিলিজ ক্লজ নির্ধারণ করে দিয়েছে ২৫ মিলিয়ন ইউরো। জানুয়ারি নাগাদ এর পরিমাণটা আরও বাড়তে পারে বলে জানিয়েছেন দলবদল বিষয়ক সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো।


রিলিজ ক্লজের অর্থ পরিশোধ করেই এচেভেরিকে দলে নিতে চায় পেপ গার্দিওলার দল। আর্জেন্টাইন ফুটবলারের ওপর নজর রেখেছে চেলসি। তাকে পাওয়ার আশা প্রকাশ করেছে স্প্যানিশ ক্লাব বার্সেলোনাও। তবে ফিন্যান্সিয়াল ফেয়ার প্লের কারণে বেশিদূর এগোতে পারছে না কাতালানরা।


২০০৬ সালে জন্মগ্রহণ করেন এচেভেরি। আর্জেন্টিনার অনূর্ধ্ব-১৭ দলের হয়ে এখন পর্যন্ত ভালোই পারফরম্যান্স দেখিয়েছেন। অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে ব্রাজিলের বিপক্ষে সেমিফাইনালে একটি হ্যাটট্রিকও করেন তিনি। সব মিলিয়ে ২২ ম্যাচে ১২ গোল এসেছে তার কাছ থেকে।


সূত্রঃ সময় টিভি অনলাইন