মেসির টানে ইন্টার মায়ামিতে গেলেন সুয়ারেজ

ফুটবল দুনিয়া December 23, 2023 3,087
মেসির টানে ইন্টার মায়ামিতে গেলেন সুয়ারেজ

ব্রাজিলিয়ান ক্লাব গ্রেমিও ছেড়ে বন্ধু লিওনেল মেসির টানে যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মায়ামিতে যোগ দিলেন লুইস সুয়ারেজ। শুক্রবার (২২ ডিসেম্বর) রাতে উরুগুয়ান স্ট্রাইকারকে দলে ভেড়ানোর বিষয়টি সামাজিক মাধ্যমে নিশ্চিত করেছে ইন্টার মায়ামি।


চলতি মাসের শুরুতে ব্রাজিলিয়ান ক্লাব গ্রেমিওর সঙ্গে চুক্তিতে ইতি টানার পর থেকেই গুঞ্জন ছিল, মেসির ক্লাব মায়ামিতে যোগ দিতে পারেন সুয়ারেজ। দলবদল বিষয় নির্ভরযোগ্য সূত্র ও ইতালিয়ান সাংবাদিক ফ্র্যাব্রিজিও রোমানোও শুক্রবার বিকেলে সামাজিক মাধ্যমে তার মায়ামিতে পাড়ি দেয়ার বিষয়টি নিশ্চিত করেছিলেন। এবার আনুষ্ঠানিকভাবেই আসলো ঘোষণা।


সুয়ারেজকে ক্লাবে স্বাগতম জানিয়ে সামাজিক মাধ্যমে মায়ামি লেখে, আমরা উরুগুয়ান স্ট্রাইকার লুইস সুয়ারেজের সঙ্গে মেজর লিগ সকারের (এমএলএস) ২০২৪ মৌসুমের জন্য চুক্তিবদ্ধ হয়েছি।


এদিকে মায়ামিতে যোগ দেয়ার ফলে পুরনো বন্ধু লিওনেল মেসির সঙ্গে আবার জুটি বাঁধতে চলেছেন সুয়ারেজ। চলতি বছরের জুলাইয়ে পিএসজি ছেড়ে যুক্তরাষ্ট্রের ক্লাবটিতে পাড়ি দিয়েছিলেন আর্জেন্টাইন মহাতারকা। তাতে আরও একবার


৬ মৌসুম খেলার পর ২০২০ সালে বার্সেলোনা ছাড়েন সুয়ারেজ। স্প্যানিশ ক্লাবটির হয়ে ২৮৩ ম্যাচে ১৯৮ গোল করেন তিনি। এ সময়টায় লিওনেল মেসির সঙ্গে বেশ ভালো বন্ধুত্ব গড়ে উঠেছিল তার। তার গোলের বেশিরভাগ অ্যাসিস্টই ছিল মেসির। অন্যদিকে প্রায় দেড় যুগের সম্পর্কের ইতি টেনে ক্লাবের সর্বকালের সেরাদের একজনের তকমা নিয়ে ২০২১ সালে বার্সেলোনা ছেড়েছিলেন মেসি।


একই দলের আক্রমণভাগে মেসি ও সুয়ারেজ একসঙ্গে থাকা মানে প্রতিপক্ষের জন্য মহাবিপদ সংকেত ধেয়ে আসা। তবে দুজনই ৩৬ বছরের কোটা পার করেছেন। এ বয়সে তারা কতটা যুক্তরাষ্ট্রের মাটিতে আলো ছড়াতে পারেন, সেটাই এখন দেখার বিষয়। ফুটবল বিশ্ব দেখতে চলেছে মেসি-সুয়ারেজ জুটির আগ্রাসন। যেটা সবশেষ দেখা গিয়েছিল বছর তিনেক আগে বার্সেলোনায়।


সূত্রঃ সময় টিভি অনলাইন