বছর শেষে ফিফা র‍্যাংকিংয়ে কার অবস্থান কোথায় ?

ফুটবল দুনিয়া December 22, 2023 6,126
বছর শেষে ফিফা র‍্যাংকিংয়ে কার অবস্থান কোথায় ?

২০২১ কোপা আমেরিকা জয় এরপর ২০২২ কাতার বিশ্বকাপ জয়, চলছে ২০২৭ বিশ্বকাপ বাছাই । এর মধ্যে ২-১ টি অঘটন ছাড়া দুর্দান্ত খেলে যাচ্ছে আর্জন্টিনা । ২০১৯ কোপা আমেরিকার পর থেকেই ফর্মের তুঙ্গে রয়েছে আলবিসেলেস্তেরা ।


ফিফা র‍্যাঙ্কিংয়ে শীর্ষে থেকেই ২০২৩ শেষ করতে যাচ্ছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) চলতি বছরের সর্বশেষ র‍্যাঙ্কিং প্রকাশ করেছে ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা। দ্বিতীয় স্থানে রয়েছে বিশ্বকাপের আরেক ফাইনালিস্ট ফ্রান্স।


এ বছরের এপ্রিলে ব্রাজিলকে টপকে র‍্যাঙ্কিংয়ের শীর্ষে উঠে আসে আর্জেন্টিনা। এরপর থেকে ছয় হালনাগাদ র‍্যাঙ্কিংয়ে ১ নম্বর স্থান ধরে রেখেছে লিওনেল মেসির দল। সবশেষ ঘোষিত ফিফা র‍্যাঙ্কিংয়ে ‘শীর্ষ পাঁচ’এ আসেনি কোনো পরিবর্তন। যথারীতি তিন নম্বরে আছে ইংল্যান্ড, চার নম্বরে স্পেন। ব্রাজিল আছে পাঁচ নম্বরে।


১৯২ নম্বরে থেকে বছর শুরু করলেও ৯ ধাপ উন্নতি হয়েছে বাংলাদেশের। ১৮৩ নম্বরে থেকে বছর শেষ করছে লাল-সবুজের প্রতিনিধিরা। অর্থাৎ এক বছরের মধ্যে ৯ ধাপ এগিয়েছে বাংলাদেশ। ১৪ বছর পর সাফের সেমি ফাইনাল খেলাসহ এবছর আবারও বিশ্বকাপ বাছাই খেলছে বাংলাদেশ ।