অবশেষে জয়ের ধারায় ফিরলো বার্সেলোনা

ফুটবল দুনিয়া December 21, 2023 1,241
অবশেষে জয়ের ধারায় ফিরলো বার্সেলোনা

টানা তিন ম্যাচে পয়েন্ট হারানোর পর অবশেষে জয়ের ধারায় ফিরেছে বার্সেলোনা। লা লিগায় আলমেরিয়াকে ৩-২ গোলে হারিয়েছে কাতালান জায়ান্টরা।


লিগ টেবিলের তলানির দলের বিপক্ষেও পয়েন্ট হারানোর শঙ্কায় পড়ে গিয়েছিল কাতালানরা। দুবার পিছিয়ে পড়েও হাল না ছাড়া পারফরম্যান্সে লড়াই জমিয়ে তুলেছিল আলমেরিয়া। তবে শেষ পর্যন্ত চ্যাম্পিয়নদের আটকে রাখা যায়নি। সার্জিও রবার্তোর জোড়া গোলে জয়ের কক্ষপথে ফিরলো জাভির দল।


ম্যাচের ৩৩ মিনিটে রাফিনিয়ার গোলে লিড নেয় বার্সা। তবে ৪১ মিনিটে লিও ব্যাপটিসতার গোলে সমতায় ফেরে আলমেরিয়া। ৬০ মিনিটে আবারও লিড নেয় জাভির দল। এবার সার্জিও রবার্তো নাম তোলেন স্কোর শিটে।


কিন্তু ৭১ মিনিটে আবারও আলমেরিয়াকে সমতায় ফিরিয়ে বার্সেলোনা সমর্থকদের মনে ভয় জাগান এডগার গঞ্জালেস। তবে ৮৩ মিনিটে রাইট ব্যাক রবার্তো বিপক্ষের জাল খুঁজে পেলে স্বস্তির জয় পায় বার্সেলোনা।


১৮ ম্যাচে ১১ জয় ও ৫ ড্রয়ে ৩৮ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে বার্সেলোনা। তাদের চেয়ে ৪ পয়েন্ট বেশি নিয়ে দুইয়ে এক ম্যাচ কম খেলা রিয়াল মাদ্রিদ। মাদ্রিদের সমান ১৭ ম্যাচে ৪৪ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে জিরোনা।


সূত্রঃ যমুনা টিভি অনলাইন