শেষ হয়েছে চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বের খেলা। আগেই নকআউট পর্ব নিশ্চিত করে ফেলেছিল অনেক দল। আবার অনেক দলের ভাগ্য নির্ভর করছিল শেষ রাউন্ডের ওপর। সব কিছুর ইতি টানা হয়ে গেছে আজ। নিশ্চিত হয়ে গেছে শেষ ষোলোয় জায়গা করে নেওয়া দলগুলোর নাম।
সুইজারল্যান্ডের নিয়নে আগামী ১৮ ডিসেম্বর হবে শেষ ষোলোর ড্র। সেদিন দলগুলো জানতে পারবে কোয়ার্টার-ফাইনালে ওঠার লড়াইয়ে প্রতিপক্ষ হিসেবে পাচ্ছে কোন দলকে পাচ্ছে তারা।
এক নজরে দেখে নেওয়া যাক শেষ ষোলোয় নিশ্চিত করা দলগুলোর নাম।
‘এ’ গ্রুপের চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ (জার্মানি), রানার্স-আপ কোপেনহেগেন (ডেনমার্ক)
‘বি’ গ্রুপের চ্যাম্পিয়ন আর্সেনাল (ইংল্যান্ড), রানার্স-আপ পিএসভি (নেদারল্যান্ডস)
‘সি’ গ্রুপের চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ (স্পেন), রানার্স-আপ নাপোলি (ইতালি)
‘ডি’ গ্রুপের চ্যাম্পিয়ন রিয়াল সোসিয়েদাদ (স্পেন), রানার্স-আপ ইন্টার মিলান (ইতালি)
‘ই’ গ্রুপের চ্যাম্পিয়ন আতলেতিকো মাদ্রিদ (স্পেন), রানার্স-আপ লাৎসিও (ইতালি)
‘এফ’ গ্রুপের চ্যাম্পিয়ন বরুশিয়া ডর্টমুন্ড (জার্মানি), রানার্স-আপ পিএসজি (ফ্রান্স)
‘জি’ গ্রুপের চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি (ইংল্যান্ড), রানার্স-আপ লাইপজিগ (জার্মানি)
‘এইচ’ গ্রুপের চ্যাম্পিয়ন বার্সেলোনা (স্পেন), রানার্স-আপ পোর্তো (পর্তুগাল)।
সূত্রঃ দেশ রূপান্তর