বড় জয় নিয়ে কিংস কাপ অব চ্যাম্পিয়ন্সের সেমিফাইনালে গেছে আল নাসর। চলতি বছর ৫০তম গোলের মাইলফলক স্পর্শ করেছেন ৩৮ বছর বয়সী এ পর্তুগিজ তারকা।
সোমবার (১১ ডিসেম্বর) রাতে কোয়ার্টার ফাইনালে আল শাবাবকে ৫-২ গোলের বড় ব্যবধানে হারিয়েছে আল নাসর। রোনালদো ছাড়াও নাসরের হয়ে গোল করেছেন সেকো ফোফানা, সাদিও মানে, আব্দুল রাহমান ঘারিব ও মোহাম্মদ মারান।
আল শাবারের বিপক্ষে গতরাতে খেলা ম্যাচটির ৭৪তম মিনিটে জোরালো শটে আল শাবাবের জালে বল জড়িয়ে মাইলফলক স্পর্শ করে পর্তুগিজ তারকা। এই গোলের মধ্য দিয়ে চলতি বছর ৫০তম গোলের দেখা পেলে সিআর সেভেন। এর মধ্যে আল নাসরের হয়ে ৪০ আর পর্তুগালের জার্সিতে ১০ গোল করেন তিনি।
আল নাসরকে ম্যাচের ১৭ মিনিটে প্রথম লিড এনে দেন সেকো ফোফানা। তার সাত মিনিট পর অবশ্য কার্লোসের গোলে সমতায় ফিরেছিল শাবাব। ২৮তম মিনিটে সাদিও মানে আবার নাসরকে লিডে ফেরান। প্রথমার্ধের যোগ করা সময়ে ব্রোজোভিসের পাস থেকে ব্যবধান ৩-১ করেন ঘারিব। এরপর রোনালদো দারুণ গোল করে ব্যবধান আরও বাড়ান।
৯০ মিনিটে ব্যবধান কমান শাবাবের মিডফিল্ডার হাত্তান বাহেবরি। যোগ করা সময়ে শাবাবের জালে বড় জড়িয়ে ব্যবধানটা ৫-২ করেন সৌদির ফরোয়ার্ডার মারান। এই জয়ের ফলে কিংস কাপের সেমিফাইনালে যায় আল নাসর।
সূত্রঃ ঢাকা মেইল