গতরাতে স্প্যানিশ লা লিগায় চলছিল গ্রানাদা বনাম অ্যাতলেতিকো বিলবাওয়ের ম্যাচ। গ্রানাদার নুয়েভো লস কারমেনেস স্টেডিয়ামে এই ম্যাচ চলাকালীন মৃত্যু হয় এক সমর্থকের। এই মর্মান্তিক ঘটনায় ম্যাচ পরিত্যক্ত করা হয়।
ম্যাচের বয়স যখন ১৮ মিনিট, তখন ম্যাচ বন্ধ রাখা হয়।অ্যাতলেতিকো বিলবাও তখন ১-০ গোলে এগিয়ে ছিল। লা লিগা জানিয়েছে, সমর্থকের মৃত্যুর কারণে ম্যাচ স্থগিত রাখা হয়েছে। পরবর্তীতে এই ম্যাচ পুনরায় কবে হবে সেটা জানানো হবে শিগগিরই।
গ্যালারিতে অসুস্থ হয়ে পড়েন ওই সমর্থক। অ্যাম্বুলেন্স করে হাসপাতালে নেওয়ার কিছুক্ষণের মধ্যেই তাঁর মৃত্যু হয় বলে জানা গেছে। স্প্যানিশ ক্লাব গ্রানাদা এক বিবৃতিতে বলেছে,'টিকিট কেটে মাঠে আসা সমর্থকের কারণে ম্যাচ স্থগিত রাখা হয়েছে। ভক্তের পরিবার এবং বন্ধুদের প্রতি তাদের সমবেদনা জানানো হয়েছে।'
সূত্রঃ কালের কন্ঠ অনলাইন