বার্সাকে তাদের ঘরের মাঠেই বিধ্বস্ত করলো জিরোনা

ফুটবল দুনিয়া December 11, 2023 777
বার্সাকে তাদের ঘরের মাঠেই বিধ্বস্ত করলো জিরোনা

স্প্যানিশ লিগে দারুণ ছন্দে এগিয়ে চলা দলটি এবার বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনাকে তাদেরই ডেরায় ভাসিয়েছে গোলবন্যায়। রিয়াল মাদ্রিদকে টপকে ফিরেছে পয়েন্ট টেবিলের শীর্ষে।


অলিম্পিক স্টেডিয়ামে রোববার রাতে ৪-২ গোলে জিতেছে জিরোনা। স্পেনের শীর্ষ লিগে বার্সেলোনার বিপক্ষে জিরোনার প্রথম কোনো জয় এটি। আর চলতি আসরে বার্সেলোনার এটি দ্বিতীয় পরাজয়। প্রথমটিও ছিল ঘরের মাঠে, চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের বিপক্ষে।


১৬ ম্যাচে ১৩ জয় ও ২ ড্রয়ে জিরোনার পয়েন্ট হলো ৪১। আসরে স্রেফ একটি ম্যাচ তারা হেরেছে যাদের বিপক্ষে, সেই রিয়াল মাদ্রিদ ৩৯ পয়েন্ট নিয়ে দুইয়ে নেমে গেছে।


সমান ৩৪ পয়েন্ট নিয়ে আতলেতিকো মাদ্রিদ তিনে ও শিরোপাধারী বার্সেলোনা চারে আছে। আতলেতিকো একটি ম্যাচ কম খেলেছে।


আর্তেম দভবিক জিরোনাকে এগিয়ে নেওয়ার পর সমতা টানেন রবের্ত লেভানদোভস্কি। মিগেল গুতেরেস দ্বিতীয় দফা সফরকারীদের লিড এনে দেওয়ার পর ব্যবধান বাড়ান ভালেরি ফের্নান্দেস।


বাকি দুটি গোল হয় যোগ করা সময়ে। ইলকাই গিনদোয়ান ব্যবধান কমানোর পর আবার তা বাড়িয়ে নেন ক্রিস্তিয়ান স্তুয়ানি।


পুরো ম্যাচে বল দখলে কিছুটা এগিয়ে থাকা বার্সেলোনা গোলের জন্য শট নেয় মোট ৩১টি, যার ১১টি ছিল লক্ষ্যে। অনেকগুলো সেভ করে স্বাগতিকদের হতাশ করেন জিরোনার গোলরক্ষক। দলটির ১৫ শটের ৭টি লক্ষ্যে ছিল।


সূত্রঃ ইনকিলাব অনলাইন