ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে প্যালেসকে ২-১ গোলে হারিয়েছে লিভারপুল। নাটকীয় এ জয়ে প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলে শীর্ষে উঠলো লিভারপুল।
সেলহর্স্ট পার্কে প্রথমার্ধে ছন্দে ছিল না লিভারপুল। তবে বল দখলে এগিয়ে ছিল তারা। বিরতির পর এসে ধাক্কা খায় তারা। ৫৫ মিনিটে জেন ফিলিপি মাতেতাকে বক্সের ভেতর ফাউল করেন ডিফেন্ডার জে. কোয়ানসাহ। পেনাল্টি পায় প্যালেস। সেই সুযোগের সদ্ব্যবহার করেন মাতেতা।
এদিকে পিছিয়ে পড়ে ঘুরে দাঁড়াতে মরিয়া হয়ে ওঠে লিভারপুল। ৭৫ মিনিটে জর্ডান আয়েউ লাল কার্ড দেখলে দশজনে দলে পরিণত হয় প্যালেস। ঠিক এর পরের মিনিটেই অলরেডদের সমতায় ফেরান মোহামেদ সালাহ। লিভারপুলের জার্সিতে এটি তার ২০০তম গোল এবং প্রিমিয়ার লিগে ১৫০তম।
জয়সূচক গোলটিতেও অবদান রয়েছে সালাহর। যোগ করা সময়ের প্রথম মিনিটে তার পাস থেকেই বাঁকানো শটে দারুণ এক গোল করেন হার্ভে এলিয়ট। এরপর ব্যবধান বাড়িয়েছিলেন লুইস দিয়াস।
কিন্তু অফসাইডের কারণে বাতিল হয় সেই গোল। রেফারির শেষ বাঁশি বাজার আগে লিভারপুল কাঁপিয়ে দেয় প্যালেস। ফ্রি কিক থেকে হোয়াকিম অ্যান্ডারসনের হেড কর্নারের বিনিময়ে রক্ষা করেন আলিসন বেকার। শেষ পর্যন্ত আর কোনো বিপদ হতে দেননি লিভারপুল গোলরক্ষক।
এই জয়ে ১৬ ম্যাচে ৩৭ পয়েন্ট নিয়ে শীর্ষে উঠেছে লিভারপুল। এক ম্যাচ কম খেলে ৩৬ পয়েন্ট নিয়ে দুইয়ে আর্সেনাল।
সূত্রঃ চ্যানেল ২৪