বেতিসের বিপক্ষে পয়েন্ট হারাল রিয়াল মাদ্রিদ

ফুটবল দুনিয়া December 10, 2023 1,018
বেতিসের বিপক্ষে পয়েন্ট হারাল রিয়াল মাদ্রিদ

স্প্যানিশ লিগের গ্রুপ পর্বের ম্যাচে বেতিসের বিপক্ষে এগিয়ে গিয়েও লিড ধরে রাখতে পারেনি রিয়াল মাদ্রিদ। রিয়াল বেতিসের বিপক্ষে ১-১ গোলে ড্র করে পয়েন্ট হারিয়েছে তারা।


ঘরের মাঠে ১০ মিনিটে এগিয়ে যেতে পারত বেতিস। তবে ইসকোর শটস মাথা লাগিয়ে প্রতিহত করেন ফেরলদ। সুযোগ এসেছিল ম্যাচের ৩১ মিনিটেও। তবে এবারে জালের সামনে বাঁধা হয়ে দাঁড়ান রিয়াল গোলরক্ষক আন্দ্রি লুনিন। গোলশূন্য অবস্থায় বিরতিতে যায় দুই দল।


দ্বিতীয়ার্ধের অষ্টম মিনিটে রিয়ালকে এগিয়ে নেন বেলিংহাম।ব্রাহিম দিয়াসের বাড়িয়ে দেয়া বল ধরতে চোখের পলকে অফসাউডের ফাঁদ ভেঙে ভেতরে ঢুকে পড়েন ইংলিশ মিডফিল্ডার। বুক দিয়ে নামিয়ে নিচু শটে গোলরক্ষককে পরাস্ত করেন বেলিংহাম।


চলতি মৌসুমে বেলিংহাম এই নিয়ে ১৪ ম্যাচে গোল করলেন ১২টি। ৬৬তম মিনিটে দারুণ নৈপুণ্যে সমতা টানেন রুইবাল।


বক্সের বাইরে থেকে নেওয়া জোরাল উঁচু শটে বল জালে জড়ান স্প্যানিশ ডিফেন্ডার। ১-১ গোলে শেষ হয় ম্যাচ। ১৬ ম্যাচে ১২ জয় ও ৩ ড্রয়ে ৩৯ পয়েন্ট নিয়ে সবার ওপরে রিয়াল। ১৬ ম্যাচে ২৬ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে বেতিস।


সূত্রঃ কালের কন্ঠ অনলাইন