ব্রাজিলের ফুটবলতীর্থ মারাকানা স্টেডিয়ামে গিয়ে ব্রাজিলকে ১-০ গোলে হারিয়েছে, যা ঘরের মাঠে বিশ্বকাপ বাছাইপর্বে ব্রাজিলের ইতিহাসে প্রথম হার! সে ম্যাচের আগে হতাশাজনক এক দৃশ্য দেখা গেছে। গ্যালারিতে আর্জেন্টিনার সমর্থকদের ওপর লাঠিচার্জ করে ব্রাজিলের পুলিশ, যার প্রতিবাদে ম্যাচের আগে লিওনেল মেসির নেতৃত্বে মাঠ ছেড়ে ড্রেসিংরুমে চলে যায় আর্জেন্টিনা দল।
কিন্তু আর্জেন্টিনার জন্য এর চেয়েও বড় চমক অপেক্ষা করছিল ম্যাচের পর। সংবাদ সম্মেলনে গিয়ে হঠাৎ আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি বললেন, তাঁর মনে হচ্ছে, আর্জেন্টিনা দলের এই বিজয়ের ধারা চালিয়ে নেওয়ার জন্য তাঁর চেয়ে উদ্দীপ্ত কাউকে দরকার। ব্যস, শুরু হয়ে গেল ঝড়! স্কালোনি কি আসলেই আর্জেন্টিনা কোচের দায়িত্ব ছাড়ছেন, ছাড়তে চাওয়ার পেছনে কারণ কী, তাঁকে ফেরানোর উপায় কী হতে পারে - কত গবেষণা চলছে আর্জেন্টিনার সংবাদমাধ্যমে।
স্কালোনির দায়িত্ব ছাড়তে চাওয়ার অনেক কারণই উঠে এসেছে সংবাদমাধ্যমে। এবার ইংল্যান্ডভিত্তিক ক্রীড়া ওয়েবসাইট দ্য অ্যাথলেটিক জানাচ্ছে চায়ের টেবিলে আলোচনার ঝড় ফেলে দেওয়ার মতো এক কারণ - অধিনায়ক মেসিই নাকি স্কালোনির আর্জেন্টিনার দায়িত্ব ছাড়তে চাওয়ার কারণ! আরও নির্দিষ্ট করে বললে, দলের সবকিছুই এতটা মেসি-কেন্দ্রিক যে স্কালোনির মনে হচ্ছে, তাঁর মতামতও নাকি উপেক্ষিত হচ্ছে!
অ্যাথলেটিক সূত্র হিসেবে জানিয়েছে আর্জেন্টিনার রেডিও চ্যানেল 'রাদিও দিয়েস'কে। ব্রাজিলের ম্যাচের পর স্কালোনির সেই আলোচিত সংবাদ সম্মেলনের পরের দিন এই রেডিওতে সাংবাদিক হোর্হে রিয়াল শ্রোতাদের বলেছেন, ম্যাচের পর ড্রেসিংরুমে কিছু জানানোর আগেই স্কালোনি যে সংবাদমাধ্যমে এভাবে আচমকা তাঁর পদত্যাগের ইঙ্গিত দিয়েছেন, সেটা নাকি ভালো লাগেনি মেসির।
আবার এই রিয়ালই বলেছেন, ম্যাচের আগে পুলিশের হাতে সমর্থকেরা মার খেতে দেখে আর্জেন্টিনা দল যে মেসির নেতৃত্বে মাঠ ছেড়ে গেছে, তা-ও পছন্দ হয়নি স্কালোনি ও তাঁর কোচিং স্টাফের। কারণ, ওই সিদ্ধান্তটা মেসি একাই নিয়েছেন, স্কালোনি বা কোচিং স্টাফের সঙ্গে নাকি আলোচনা করেননি।
এর বাইরে আরও অনেক কারণের কথাও জানিয়েছে দ্য অ্যাথলেটিক, সে সব কারণই অবশ্য গুঞ্জন হয়ে বাতাসে ভাসছে শুরু থেকে। আর্জেন্টিনার ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি ক্লদিও তাপিয়ার সঙ্গে স্কালোনির বনিবনা না হওয়ার গুঞ্জন, আর্জেন্টিনার খেলোয়াড়-কোচদের কেউ এখনো বিশ্বকাপ জেতার জন্য প্রতিশ্রুত বোনাস না পাওয়া.. এসব তো আছেই, আর্জেন্টিনার প্রেসিডেন্ট নির্বাচনও এর সঙ্গে জড়িয়ে।
নির্বাচনের আগে প্রার্থী সের্হিও মাসা চেয়েছিলেন আর্জেন্টিনা দলের সঙ্গে ছবি তুলতে, যা নিয়ে তাপিয়া চাপ দেন স্কালোনির ওপর, যাতে স্কালোনি খেলোয়াড়দের রাজি করান। কিন্তু খেলোয়াড়েরা রাজি হননি। মাসা শেষ পর্যন্ত নির্বাচনে হেরে যান।
সূত্রঃ ইন্ডিপেন্ডেট টিভি অনলাইন