এবার পেনাল্টি ফিরিয়ে দিয়ে প্রশংসায় ভাসছেন রোনালদো

ফুটবল দুনিয়া November 28, 2023 1,774
এবার পেনাল্টি ফিরিয়ে দিয়ে প্রশংসায় ভাসছেন রোনালদো

ফাউলের অভিযোগ এনে আল নাসেরের পক্ষে পেনাল্টির বাঁশি বাজিয়েছিলেন রেফারি। সেটা ভালো লাগেনি ক্রিশ্চিয়ানো রোনালদোর। অন্যায্য হওয়ায় সে পেনাল্টি বাতিলের জন্য প্রতিবাদ করেন। তাতেই প্রশংসায় ভাসছেন ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক তারকা।


এএফসি চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বের ম্যাচে গত রাতে ইরানি ক্লাব পারসেপোলিশের বিপক্ষে মাঠে নেমেছিল আল নাসের। আল আউয়াল পার্কে অনুষ্ঠিত ম্যাচের দ্বিতীয় মিনিটেই সেই দারুণ মহানুভবতার স্বাক্ষর রাখেন রোনালদো।


বল নিয়ে পারসেপোলিশের ডি বক্সে ছিলেন রোনালদো। এমন সময় সফরকারী দলের এক ডিফেন্ডারের পায়ে লেগে পড়ে যান তিনি। সঙ্গে সঙ্গে পেনাল্টি দেন চীনা রেফারি মা নিং। এরপর স্পট কিক না নিয়ে রেফারিকে পেনাল্টি বাতিলের আবেদন জানান।


রোনালদোর দাবি, প্রতিপক্ষ দলের খেলোয়াড় কর্তৃক ফাউল হননি তিনি। পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী ফুটবলারের এমন দাবির প্রেক্ষিতে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি, ভিএআর দেখে সিদ্ধান্ত পরিবর্তন করেন মা নিং।


১৫ মিনিট পর লাল কার্ড দেখে মাঠ ছাড়েন আল নাসেরের ডিফেন্ডার আলি লাজামি। রোনালদোর মহানুভবতা ও বেশিরভাগ সময় একজন নিয়ে কম খেলার দিনে ম্যাচটা জিততে পারেনি রিয়াদের প্রতিনিধিরা। স্বাগতিকদের গোলশূন্য ড্রয়ে রুখে দিয়েছে পারসেপোলিশ।


পারসেপোলিশের বিপক্ষে পয়েন্ট হারালেও সেটা কোনো নেতিবাচক প্রভাব ফেলেনি আল নাসেরের ওপর। এক ম্যাচ হাতে রেখে ‘ই’ গ্রুপের শীর্ষ দল হিসেবে নকআউটে পা রেখেছে আল নাসের। পয়েন্ট ভাগ করলেও দলের পারফরম্যান্সে খুশি রোনালদো।


সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক বার্তায় রোনালদো লিখেছেন, ‘এটা দারুণ একটা টিমওয়ার্ক। গ্রুপের শীর্ষ দল হিসেবে কোয়ালিফাই করতে পেরে ও টানা ২০ ম্যাচ অপরাজিত পেরে আমি অনেক খুশি।’