বাইসাইকেল কিকে অবিশ্বাস্য গোল আর্জেন্টাইন তারকার

ফুটবল দুনিয়া November 27, 2023 1,600
বাইসাইকেল কিকে অবিশ্বাস্য গোল আর্জেন্টাইন তারকার

ওয়েন রুনি কিংবা ক্রিশ্চিয়ানো রোনালদো, এই দুই কিংবদন্তির দেয়া বাইসাইকেল কিকের দৃশ্য এখনও যেন গেঁথে আছে ফুটবল ভক্তদের মনে। ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যানসিটির বিপক্ষে করা রুনির সেই গোলটিকে তার ক্যারিয়ারের সেরা গোলও বলা হয়। ঠিক তেমনি, চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে ইউভেন্তাসের বিপক্ষে রোনালদোর করা গোলটিকেও বলা হয় তাঁর ক্যারিয়ারে করা গোলগুলোর মধ্যে অন্যতম। এবার যেন আরও একবার নিজের করা গোলের মাধ্যমে সেই কিংবদন্তিদের কথা মনে করিয়ে দিলেন ম্যানইউর আর্জেন্টাইন উইঙ্গার আলেহান্দ্রো গারনাচো।


ম্যানচেস্টার ইউনাইটেড কিংবদন্তি রিও ফার্ডিনান্ডের চোখে এটাই মৌসুমের সেরা গোল। আরেক কিংবদন্তি গ্যারি নেভিল তো নিজেকে বিশ্বাসই করতে পারছেন না। ধারাভাষ্য কক্ষ থেকে এমন জাদুকরী গোল দেখতে নিজেকে সৌভাগ্যভানই মনে করছেন।


এই গোলটি যিনি করেছেন তিনি আর কেউ নন আলেহান্দ্রো গারনাচো। সম্ভাবনাময়ী ফুটবলার হিসেবে অনেক আগেই নজর কেড়েছেন তিনি। তবে আজকের গোলটি যেন তার ক্যারিয়ারকে যেন নতুন এক মাত্রা দিল। তার এই গোলটির কারণে এক ঝটকায় পুরো গ্যালারি হতবাক হয়ে রইল, তাকিয়ে থাকল গারনাচোর উদযাপনের দিকে। সেই উদযাপন অবশ্য কারও অচেনা নয়! মুহূর্তটি নিজের করে নিতে আদর্শ ক্রিস্টিয়ানো রোনালদোকে মনে করাতে ভুললেন না গারনাচো।


তখনই ধারাভাষ্য কক্ষে গ্যারি নেভিল বলা শুরু করেন, ‘আমার মনে হয় না, স্টেডিয়ামে গিয়ে আমি কখনো এমন ভালো ওভারহেড কিক দেখেছি। ম্যানচেস্টার ডার্বিতে রুনির সেই গোলের সময় মাঠেই ছিলাম। কিন্তু এটা (গারনাচোর গোল) অবিশ্বাস্য। নিজেকে বিশ্বাসই করাতে পারছি না। একটি জাদুকরী, জাদুকরী গোল।’


নেভিল তো বটেই অনেক ফুটবল সমর্থকের কাছেই গারনাচোর গোলটি মৌসুমসেরা। সেই গোলের পর আর পেছন ফিরে তাকাতে হয়নি ইউনাইটেডকে। এভারটনের বিপক্ষে ৩-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে তারা। গারনাচোর পর দ্বিতীয়ার্ধে পেনাল্টি থেকে ব্যবধান দ্বিগুণ করেন মার্কাস রাশফোর্ড। শেষ গোলটি আসে অ্যান্থনি মার্শিয়ালের পা থেকে।


এই জয়ে ইংলিশ প্রিমিয়ার লিগে ছয়ে উঠে আসল ইউনাইটেড। ১৩ ম্যাচে ৮ জয়ে ২৪ পয়েন্ট অর্জন করেছে রেড ডেভিলরা।