রদ্রিগোর পাশে নেইমার, এবার মামলা করতে যাচ্ছে ব্রাজিল

ফুটবল দুনিয়া November 26, 2023 5,951
রদ্রিগোর পাশে নেইমার, এবার মামলা করতে যাচ্ছে ব্রাজিল

কদিন আগের বিশ্বকাপ বাছাইয়ে ব্রাজিল-আর্জেন্টিনার ম্যাচ নিয়ে কত কান্ডই না হয়ে গেলো। তবুও যেন আলোচনা সমালোচনা শেষ হচ্ছে না এই ঘটনা নিয়ে। একের পর এক নতুন দিক উন্মোচিত হচ্ছে। যেই ম্যাচের আগে দুই দলের সমর্থকদের দাঙ্গা, ব্রাজিলিয়ান পুলিশের দ্বারা আর্জেন্টাইন সমর্থকদের লাঠিপেটা হওয়া, ভক্তদের বাঁচাতে পুলিশের সাথে এমিলিয়ানো মার্টনেজের লড়াই, মেসিদের জয় সবকিছু নিয়েই সরব ফুটবল অঙ্গণ।


এবার এ ঘটনার আরও একটি নতুন দিক উন্মোচিত হয়েছে উত্তপ্ত সেই ম্যাচে আর্জেন্টাইন তারকা মেসির সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ছিলেন রদ্রিগো। সেই ঘটনার রেশ ধরে বর্ণবাদের শিকার হয়েছেন ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ড। সামাজিক যোগাযোগ মাধ্যমে রদ্রিগোকে নিয়ে ব্যাপক ট্রল হয়েছে। যার অধিকাংশই বর্ণবাদ ঘিরে।


এ ঘটনায় ব্যবস্থা নেওয়ার কথা জানিয়ে এক বিবৃতিতে সিবিএফ লিখেছে, ‘এ ধরনের আক্রমণ যখনই ঘটবে, প্রতিটি ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। আমাদের গুরুত্বপূর্ণ কাজগুলোর একটি হচ্ছে বৈষম্যের বিরুদ্ধে লড়াই।’


এর আগে রদ্রিগো তার সামাজিক যোগাযোগমাধ্যমে লেখেন, ‘বর্ণবাদীরা সব সময়ই সক্রিয়। আমার সামাজিক যোগাযোগমাধ্যম অপমান আর বাজে জিনিসে ভরে গেছে। আমরা যদি তাদের চাওয়ার মতো কাজ না করি, তাদের ভাবনা অনুযায়ী আমরা যদি আচরণ না করি, আমরা যে জার্সিটি পরি, সেটা যদি তাদের বিরক্তির কারণ হয়, আমরা যদি মাথা নিচু না করি, তাহলেই আমাদের আক্রমণ করা হয়।’


‘তারা যেটাকে নিজেদের জায়গা মনে করে, সেখানে আমরা থাকলে বর্ণবাদীরা তাদের সমস্ত অপরাধমূলক আচরণ নিয়ে আক্রমণ করে। কিন্তু তাদের দুর্ভাগ্য যে আমরা থামব না।’


রদ্রিগোর এমন পোস্টের পর নেইমার লিখেছেন, ‘তোমার জ্বলে ওঠা তাদের বিরক্ত করে। কখনোই থেমো না।’