ইন্দোনেশিয়ায় চলছে অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপের আসর। গ্রুপ পর্বে শুরুটা বাজে হলেও দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে আর্জেন্টাইন যুবারা। কোয়ার্টার ফাইনালে ক্লাউদিও এচেভেরির অসাধারণ হ্যাটট্রিকে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলকে ০-৩ গোলে হারিয়ে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে আলবিসেলেস্তেরা।
ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় সন্ধ্যা ছয়টায় মাঠে নামার কথা থাকলেও তা সম্ভব হয়নি। ভারী বর্ষণের কারণে ৩০ মিনিট পর শুরু হয় ম্যাচটি। শক্তির বিচারে ব্রাজিলের চেয়ে পিছিয়ে থাকলেও মাঠের লড়াইয়ে দুর্দান্ত ফুটবল উপহার দেন আর্জেন্টিনা।
শুরু থেকেই গোলের জন্য মরিয়া হয়ে উঠে দুই দল। বেশকিছু সুযোগ তৈরি করলেও কাঙ্খিত গোলের দেখা পাচ্ছিল না কোনো দলই। অবশেষে ম্যাচের ২৮তম মিনিটে সাফল্য পায় আর্জেন্টিনা। আর্জেন্টিনার অধিনায়ক ক্লাউদিও এচেভেরির গোলে এগিয়ে যায় আকাশী-নীলরা।
প্রথমার্ধে ম্যাচে ফেরার সব ধরনের চেষ্টা করে ব্রাজিল। শট অন টার্গেটে ৩টি শট নিলেও ম্যাচে ফেরা হয়নি দলটির। প্রথমার্ধে ৫৩ শতাংশ বল নিজেদের দখলে রাখে আর্জেন্টিনা। সব মিলিয়ে ০-১ গোলে শেষ হয় প্রথমার্ধ।
বিরতির পর গোলের জন্য মরিয়া হয়ে উঠে ব্রাজিল। কিন্তু তা আর হয়ে ওঠেনি। উল্টো ম্যাচের ৫৮তম মিনিটে গোল হজম করে বসে। এবারও আর্জেন্টাইন সমর্থকদের উল্লাসে মাতান ১০ নম্বর জার্সি পরিহিত সেই ক্লাউদিও এচেভেরি।
এখানেই শেষ নয়, ম্যাচের ৭১তম মিনিটে অসাধারণ গোল করে হ্যাটট্রিক পূরণ করেন এচেভেরি। সেই সঙ্গে আর্জেন্টিনা এগিয়ে যায় ০-৩ গোলে। শেষ পর্যন্ত আর কোনো গোল না হলে স্বপ্নভঙ্গ হয় ব্রাজিলের। এই জয়ে সেমিফাইনালে জায়গা করে নিলো আর্জেন্টিনা।
দশ নম্বর জার্সিতে যেন নতুন মেসির আগমন। ক্লদিও এচেভেরি তার জাদুকরী পায়ের খেল দেখিয়ে একাই হারিয়ে দিলেন ব্রাজিলকে। তার দুর্দান্ত হ্যাটট্রিকে ভর করে চিরপ্রতিদ্বন্দ্বীদের উড়িয়ে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের সেমিফাইনালে নাম লিখিয়েছে আর্জেন্টিনা।
ইন্দোনেশিয়ার জাকার্তা স্টেডিয়ামে টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে বর্তমান ও চারবারের চ্যাম্পিয়ন ব্রাজিলকে ৩-০ গোলে হারিয়ে বিদায় করেছে আলবিসেলেস্তেরা।
দুদিন আগে চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার কাছে ১-০ গোলে হেরেছিল ব্রাজিল জাতীয় দল। এবার অনূর্ধ্ব-১৭ দলের অবস্থা হলো আরও করুণ। প্রথমার্ধে ১-০ গোলে পিছিয়ে পড়ার পর দ্বিতীয়ার্ধে আর্জেন্টিনার সামনে দাঁড়াতেই পারেনি পেলে-নেইমারদের উত্তরসূরীরা।