উত্তেজনাকর ম্যাচে ব্রাজিলকে হারাল আর্জেন্টিনা

ফুটবল দুনিয়া November 22, 2023 2,074
উত্তেজনাকর ম্যাচে ব্রাজিলকে হারাল আর্জেন্টিনা

দুই দলের সমর্থকরা ম্যাচ শুরুর আগেই এক দফা উত্তাপ ছড়ালো। গ্যালারিতে তাদের হাতাহাতিতে ম্যাচে বন্ধ রইলো মিনিট ত্রিশেক। এরপর খেলা শুরু হলেও মাঠের লড়াইয়ে দেখা গেল গ্যালারির ছাপ। সব ছাপিয়ে সুপার ক্লাসিকোতে জয়টা হলো আর্জেন্টিনার। বুধবার (২২ নভেম্বর) সকালে ব্রাজিলের মারাকানায় অনুষ্ঠিত ম্যাচে নিকোলাস ওয়ামেন্ডির গোলে ১-০ ব্যবধান জিতেছে আর্জেন্টিনা।


প্রথমার্ধে ব্রাজিল-আর্জেন্টিনা কোন দলই ছিল না স্বাচ্ছন্দ্যে। ফাউলের ঘটনায় একাধিকবার ছড়ায় উত্তাপ। গোলের জন্য দুই দলের চেষ্টা সেভাবে দেখা গেল না। নিষ্প্রভ ছিলেন লিওনেল মেসি।


তবে দ্বিতীয়ার্ধে ভিন্ন চেহারায় আর্জেন্টিনা। দারুণ এক আক্রমণে পেয়ে যায় কাঙ্ক্ষিত গোল। সেই ব্যবধান ধরে রেখে ১-০ গোলের জয় নিশ্চিত করে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা।


উরুগুয়ে, কলম্বিয়ার কাছে হারের পর আর্জেন্টিনা ম্যাচ দিয়ে ঘুরে দাঁড়াতে চেয়েছিল ব্রাজিল কিন্তু ব্যর্থতার বৃত্তেই আটকে থাকতে হল সেলেসাওদের।


এই জয়ে ২০২৬ বিশ্বকাপের দক্ষিণ আমেরিকান অঞ্চলের বাছাইয়ে আবারও পয়েন্ট টেবিলে শীর্ষস্থান দখল করলো আর্জেন্টিনা। ৭ ম্যাচে ৬ জয় ১ হারে তাদের পয়েন্ট ১৮। এক ম্যাচ কম খেলে ১৯ পয়েন্ট নিয়ে দুইয়ে নেমে গেছে উরুগুয়ে। ৭ ম্যাচে ২ জয় ৪ হার ও ১ ড্রতে ৭ পয়েন্ট নিয়ে তালিকার ছয়ে আছে ব্রাজিল।