লাতিন আমেরিকার ২০২৬ বিশ্বকাপ বাছাইয়ে মুখোমুখি হওয়ার কথা ছিল দুই পরাশক্তি আর্জেন্টিনা ও ব্রাজিল। ম্যাচটি ব্রাজিলের মাঠ মারাকানায় অনুষ্ঠিত হওয়ার কথা। কিন্তু মাঠে সংঘর্ষের জেরে শেষ পর্যন্ত ম্যাচ শুরু হয় ৩০ মিনিট পরে ।
দু পক্ষের মারামারি দেখে মেসি ও অন্যান্য আর্জেন্টিনার ফুটবলাররা এগিয়ে যায় দর্শক সারির দিকে । কিন্ত তাতে কোন লাভ না হলে মাঠ ছাড়েন মেসি বাহিনী । এক পর্যায়ে মনে হচ্ছিল এবারও বুঝি হচ্ছেনা ব্রাজিল-আর্জেন্টিনা সুপার ক্লাসিকো । পর্ববর্তিতে ফিফার কর্মকর্তাদের মধ্যস্থতায় মাঠে ফিরেন তারা ।
বুধবার (২২ নভেম্বর) বাংলাদেশ সময় ভোর সাড়ে ৬টায় শুরু হওয়ার কথা। শক্তির বিচারে স্বাগতিকদের চেয়ে বেশ এগিয়ে থেকেই এদিন মাঠে নামবে তিনবারের বিশ্বচ্যাম্পিয়নরা।
সাম্প্রতিক সময়ে মাঠের পারফরম্যান্সে দারুণ ছন্দে রয়েছে আর্জেন্টিনা। ব্রাজিলের বিপক্ষেও জয়ের লক্ষ্যে সেরা একাদশ নিয়ে মাঠে নামবে তারা। দুই উইঙ্গব্যাকে নাহুয়েল মলিনা ও নিকোলাস ত্যাগলিয়াফিকো খেলতে পারেন। দলটির মধ্যভাগে দেখা যেতে পারে এনজো ফার্নান্দেজ, ম্যাক অ্যালিস্টার, ডি পলের মতো ফুটবলারদের। আক্রমণে মেসি ও ডি মারিয়ার সঙ্গে লওতারো মার্টিনেজের খেলার সম্ভাবনাই বেশি।
আর্জেন্টিনা পূর্ণ শক্তির দল নিয়ে মাঠে নামতে পারলেও ব্রাজিলকে খেলতে হবে অনেকটা নতুন দল নিয়েই। কাতার বিশ্বকাপ খেলা দল থেকে তিন-চারজন ফুটবলারকে দেখা যেতে পারে শুরুর একাদশে। অ্যালিসন বেকার, রাফিনহা, মার্কুইনোসদের পাশাপাশি রদ্রিগোর দিকেই তাকিয়ে থাকতে হবে ব্রাজিলকে।