অষ্টম ব্যালন ডি’অর জয়ের পর যা বললেন মেসি

ফুটবল দুনিয়া October 31, 2023 576
অষ্টম ব্যালন ডি’অর জয়ের পর যা বললেন মেসি

রেকর্ড অষ্টমবারের মতো ব্যালন ডি’অর জিতেছেন আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি। গতরাতে প্যারিসের ‘তিয়াটর দু শাতলে’ তার হাতে আনুষ্ঠানিকভাবে তুলে দেয়া হয় এ পুরস্কার। ম্যানচেস্টার সিটির নরওয়েজীয় তারকা আর্লিং হালান্ড এবং পিএসজির ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পেকে হারিয়ে তিনি এবার এই পুরস্কার জেতেন।


পুরস্কার পাওয়ার প্রতিক্রিয়ায় মেসি বলেন, মুহূর্তটা উপভোগের জন্য এখানে উপস্থিত হতে পেরে আমি আনন্দিত। কাতার বিশ্বকাপ জয়ের বিষয়টি তুলে ধরে তিনি বলেন, বিশ্বকাপ জেতাটা ছিল আমার স্বপ্ন। এটা খুবই বিশেষ ব্যাপার ছিল। অন্য দেশের মানুষরাও চেয়েছে আর্জেন্টিনা বিশ্বকাপ জিতুক।


নিজের এমন ক্যারিয়ার হবে তা তিনি স্বপ্নেও ভাবেননি উল্লেখ করে বলেন, আমি যা অর্জন করেছি সেটি করার জন্য ভাগ্য দারুণ সুপ্রসন্ন ছিল। আমি বিশ্বের সেরা ও ইতিহাসের সেরা দলে খেলেছি। এটা আমার ট্রফি জেতা এবং ব্যক্তিগত পুরস্কার জেতার কাজকে সহজ করেছে।


ব্যালন ডি’অর জয় নিয়ে অনেকটাই নির্লিপ্ত থাকেন আর্জেন্টাইন তারকা। এর কারণ হিসেবে তিনি বলেন, আমি আমার ক্যারিয়ারে অনেকবার বলেছি- ব্যালন ডি’অর গুরুত্বপূর্ণ একটি পুরস্কার। ব্যক্তিগত পর্যায়ে এটি সবচেয়ে সুন্দর পুরস্কারও। কিন্তু আমি কখনোই এটাকে অতোটা গুরুত্ব দেইনি। আমার কাছে দলীয় অর্জন ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ।


সূত্রঃ যমুনা টিভি অনলাইন