একাদশে ফিরেই দলকে জয় এনে দিলেন আর্জেন্টাইন অধিনায়ক। যদিও ইনজুরিতে পড়ে ম্যাচে প্রথম হাফেই উঠিয়ে নেয়া হয় মেসিকে। যা নিয়ে মায়ামি শিবিরে দেখা দিয়েছে দুশ্চিন্তা।
এমএলএসে বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) টরেন্টোর বিপক্ষে ৪-০ গোলের সহজ জয় পেয়েছে ইন্টার মিয়ামি। ফ্যাকুন্ডো ফারিয়াস, বেঞ্জামিন ক্রেমাসচি এবং জোড়া গোল করেছেন রবার্ট টেলর। তবে মায়ামি শিবিরে দেখা দিয়েছে মেসি ও আলবার ইনজুরি নিয়ে দিশ্চিন্তা।
যদিও ম্যাচের আগে মায়ামির ডিফেন্ডার বলেছিলেন, একাদশে মেসি থাকা মানেই জয় নিশ্চিত। কারণ প্রতিপক্ষ দলের ফুটবলাররা মেসিকে দেখলেই নাকি মানসিকভাবে চাপে থাকেন। আর সে সুযোগটাই লুফে নিয়েছে মায়ামি। মেসির প্রত্যাবর্তনের ম্যাচে সহজ জয় পেয়েছে তারা।
তবে মায়ামির শুরুর একাদশে থাকলেও বেশিক্ষণ মাঠে পারফর্ম করতে পারেননি আর্জেন্টিনার অধিনায়ক। ম্যাচ শুরুর পর থেকেই পায়ে স্ট্রেচিং করছিলেন মেসি। পায়ে টান লাগার কারণে ম্যাচের ৩৭তম মিনিটেই তাকে উঠিয়ে নেন কোচ তাতা মার্টিনো। তার তিন মিনিট আগেই উঠিয়ে নেয়া হয়েছিলো মেসির সতীর্থ জর্ডি আলবাকেও। ইনজুরির সমস্যা দেখা দিয়েছে তারও।
তবে মেসি-আলবা মাঠে না থাকায় ম্যাচে কোন ছাপ পরেনি। প্রথম হাফের একেবারে শেষ সময়ে গোল করে দলকে এগিয়ে দেন ফারিয়াস। এরপর ম্যাচের ৫৪ মিনিটে টেলর, ৭৩ মিনিটে ক্রেমাসচি এবং ম্যাচ শেষের তিন মিনিটে আগে নিজের দ্বিতীয় গোল করে দলের সহজ জয় এনে দেন সেই টেলর।
এই জয়ে ইস্টার্ন কনফারেন্স টেবিলের ১৩তম স্থানে উঠল মায়ামি। আর ২৯ দলের লিগে তাদের অবস্থান ২৫তম।
সূত্রঃ সময় টিভি অনলাইন