বলিভিয়ার বিপক্ষে অনিশ্চিত লিওনেল মেসি!

ফুটবল দুনিয়া September 12, 2023 375
বলিভিয়ার বিপক্ষে অনিশ্চিত লিওনেল মেসি!

বলিভিয়ার প্রতিকূল পরিস্থিতিতে ফুটবল খেলার ফলাফল এর আগে খুব একটা সুখকর ছিল না বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার।২০০৯ সালে লাপাজে বলিভিয়ার বিপক্ষে ৬-১ ব্যবধানে লজ্জার হার হেরেছিল আলবিসেলেস্তরা।


তবে এবার বাড়তি সতর্ক আর্জেন্টিনা দল। আর্জেন্টিনার প্রতিটি খেলোয়াড়কে দেওয়া হয়েছে একটি করে অক্সিজেন টিউব।লাপাজ পৌঁছার পর অনুশীলন করতে গিয়েই মূলত অক্সিজেন শূন্যতায় ভুগতে শুরু করেন আর্জেন্টিনার ফুটবলাররা।


পরিবেশ-পরিস্থিতির সঙ্গে নিজেদের মানিয়ে নিতে দ্রুত তাদের অক্সিজেন টিউব সরবরাহ করা হয়।তবে কন্ডিশনের বাইরেও আর্জেন্টিনার জন্য আছে আরেক দুশ্চিন্তা।ইনজুরির কারণে গুরুত্বপূর্ণ ম্যাচটি মিস করতে পারেন দলের সব থেকে বড় তারকা লিওনেল মেসি।


আগামীকাল মঙ্গলবার বিশ্বকাপ বাছাই পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে স্তাদিও হার্নান্দো সাইলসে স্বাগতিকদের মুখোমুখি হবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। ইকুয়েডরের বিপক্ষে প্রথম ম্যাচের শেষ দিকে ৮৯তম মিনিটে মাঠে ছাড়েন মেসি। তখন থেকেই নানা গুঞ্জন চালু রয়েছে।দলের আরেক তারকা রোমেরোও ইনজুরির সমস্যায় ভুগছেন।


তবে ম্যাচের শুরু থেকে তাদের দুজনকে পাওয়ার ব্যাপারে আশাবাদী আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি। তিনি বলেন, ‘মেসি ও কুতি রোমেরো দুজনই যথেষ্ট ফিট আছে। দেখা যাক, তারা শুরুর একাদশে খেলে, নাকি খেলবেই না। সতর্কতার জন্য তারা দুজনই আলাদা অনুশীলন করেছে। সে (মেসি) যদি ভালো থাকে, তাহলে খেলবে।’


সূত্রঃ ইনকিলাব