বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে বলিভিয়ার বিপক্ষে শনিবার সকালে মাঠে নামছে ব্রাজিল। এ ম্যাচে পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়নদের প্রতিপক্ষ বলিভিয়া। ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় সকাল পৌনে সাতটায়।
ব্রাজিলের বেলেমের এস্তাদিও এস্তাদুয়াল জার্নালিস্তায় অনুষ্ঠিত হবে এ ম্যাচ। ম্যাচটি সরাসরি দেখা যাবে ফিফা প্লাসে। এছাড়া মোবাইল অ্যাপ স্পটিফাই টিভিতেও দেখা যাবে ম্যাচটি।
ঘরের মাঠে ফেভারিট হিসেবেই খেলতে নামছে সেলেসাওরা। যদিও বিশ্বকাপে নিজেদের সামর্থ্য অনুযায়ী খেলতে পারেনি তারা। সবশেষ ৫ ম্যাচের তিনটাতেই হেরেছে ব্রাজিল। তবে বলিভিয়ার বিপক্ষে সবশেষ চার বারের দেখায় তিনটাতেই জিতেছে সেলেসাওরা।
এদিকে, শতভাগ ফিট না থাকায় এই ম্যাচ মিস করবেন নেইমার। ইনজুরির কারণে ভিনিসিয়ুস জুনিয়রকেও দেখা যাবেনা এ ম্যাচে।
সূত্রঃ একাত্তর টিভি অনলাইন