বাছাইপর্বের ম্যাচে মাঠে নামছে মেসির আর্জেন্টিনা

ফুটবল দুনিয়া September 7, 2023 1,641
বাছাইপর্বের ম্যাচে মাঠে নামছে মেসির আর্জেন্টিনা

আবারও প্রতিযোগিতামূলক ফুটবলে ফিরছে আর্জেন্টিনা। শুক্রবার নিজেদের ঘরের মাঠে ইকুয়েডরের বিপক্ষে ম্যাচ দিয়ে ফিফা বিশ্বকাপের বাছাইপর্ব শুরু করবে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা। ম্যাচ শুরু বাংলাদেশ সময় সকাল ৬টায়।


এখন পর্যন্ত ইকুয়েডরের বিপক্ষে ২০ ম্যাচে আর্জেন্টিনার ১১টি জয়, ৬টি ড্র এবং ৩টি হার রয়েছে। গত বছর কাতার বিশ্বকাপের বাছাইপর্বেই শেষবার মুখোমুখি হয়েছিল দুই দল। বর্তমান চ্যাম্পিয়নদের বিপক্ষে সে ম্যাচ ১-১ গোলে ড্র করে এনার ভ্যালেন্সিয়ার দল। তাই পুরনো সেই সুখস্মৃতি নিয়েই আরো একবার আর্জেন্টিনার বিপক্ষে খেলতে নামবে ইকুয়েডর।


অপরদিকে, সর্বশেষ ১০টি ম্যাচের সবকটি জিতে লিওনেল মেসির দল আছে দারুণ ফর্মে। শিরোপা জয়ের পর আর্জেন্টিনার প্রত্যাশাও এখন আকাশছোঁয়া। তাই এ ম্যাচেও কিছুতেই পা হরকাতে চাইবে না বিশ্বকাপজয়ীরা। যদিও চোটের কারণে দলে নেই পাওলো দিবালা ও এমি বুয়েন্দিয়া।


ফিটনেসের কারণে বাদ পড়েছেন মার্কোস আকুনিয়া, লুকাস ওকাম্পোস ও জিওভানি লো সেলসো। তবে ইকুয়েডরের বিপক্ষে ফুটবলের ক্ষুদে জাদুকর দুর্দান্ত এক ম্যাচ উপহার দিবেন সেটা আশা করা যেতেই পারে। আবারও লিওনেল মেসির ম্যাজিক দেখার অপেক্ষায় গোটা বিশ্ব।


আর্জেন্টিনার সম্ভাব্য লাইনআপ: এমিলিয়ানো মার্তিনেজ, নাহুয়েল মলিনা, সার্হিও রোমেরো, নিকোলাস ওতামেন্ডি, নিকোলাস তাগলিয়াফিকো, রদ্রিগো দি পল, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, হুলিয়ান আলভারেজ, লিওনেল মেসি, লাউতারো মার্তিনেজ, দি মারিয়া।


সূত্রঃ অলরাউন্ডার