মেসিকে রক্ষা করতে মাঠে ঢুকে গেলেন বডিগার্ড

ফুটবল দুনিয়া September 4, 2023 11,316
মেসিকে রক্ষা করতে মাঠে ঢুকে গেলেন বডিগার্ড

লিওনেল মেসি খেলছেন ইন্টার মায়ামির মতো একটি ছোট দলে। মেসি খেলছেন যুক্তরাষ্ট্রে, যেখানে তার ‘পাগলা সমর্থকের’ অভাব নেই। অনেকেই চান মেসির সঙ্গে ছবি তুলতে বা অটোগ্রাফ নিতে। সে জন্য অনুশীলন মাঠ কিংবা ড্রেসিংরুম, সব সময় মেসির পাশেই বডিগার্ড ইয়াসিন চুয়েকো।


মেসির জন্য আলাদা এই দেহরক্ষীকে নিয়োগ দিয়েছে তার ক্লাব ইন্টার মায়ামি। খেলার মাঠের সাইডলাইনে আর বাইরের জীবনে খানিক দূরত্ব রেখে মেসিকে দেখে রাখেন এই বডিগার্ড। একেবারে পেশাদার দেহরক্ষী বলতে যা বোঝায়, ইয়াসিন তা-ই। মেসিকে উটকো ঝামেলা এবং ঝুঁকিপূর্ণ পরিস্থিতি থেকে রক্ষা করাই তাঁর কাজ।


গণমাধ্যম সূত্রে জানা যায়, ইয়াসিন যুক্তরাষ্ট্রের বিশেষ অপারেশনস ফোর্স নেভি সিলের সাবেক সদস্য। ইরাক ও আফগানিস্তানে লড়েছেন। ইয়াসিন মিক্সড মার্শাল আর্ট (এমএমএ), তায়কোয়ান্দো ও বক্সিংয়ে বিশেষভাবে দক্ষ।


বাংলাদেশ সময় আজ সোমবার সকালে যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারে (এমএলএস) মুখোমুখি হয়েছিল ইন্টার মায়ামি ও লস অ্যাঞ্জেলেস এফসি।


এমএলএসের বর্তমান চ্যাম্পিয়ন লস অ্যাঞ্জেলেসের ঘরের মাঠ বিএমও স্টেডিয়ামে মেসি বাহিনী জিতেছে ৩-১ গোলে। গোল না পেলেও দুটি অ্যাসিস্ট করেছেন মেসি। ম্যাচের এক পর্যায়ে মেসির ও বার্সেলোনার এক ভক্ত মাঠে প্রবেশ করে মেসির কাছে চলে যায়। এ সময় মেসিকে রক্ষা করতে এগিয়ে আসেন বডিগার্ড ইয়াসিন। তার কারণেই মেসিকে আলিঙ্গন করতে পারেননি ওই ভক্ত।


ইয়াসিন ঝাপটে ধরে ওই ভক্তকে মেসি থেকে দূরে নিয়ে আসেন। পরে মাঠের নিরাপত্তাকর্মীরা ওই ভক্তকে নিয়ে মাঠ থেকে বের হয়ে যান। মেসিকে এভাবে রক্ষার ছবি ও ভিডিও মুহূর্তেই ভাইরাল হয়েছে।


সূত্রঃ কালের কন্ঠ অনলাইন