সাংবাদিকদের সঙ্গে কথা না বলায় শাস্তি পাচ্ছেন মেসি!

ফুটবল দুনিয়া August 27, 2023 749
সাংবাদিকদের সঙ্গে কথা না বলায় শাস্তি পাচ্ছেন মেসি!

শনিবার মেজর লিগ সকারে (এমএলএস) অভিষেক স্মরণীয় করলেন জাল কাঁপিয়ে। বেঞ্চ থেকে উঠে মাত্র ৩০ মিনিট খেলেই দারুণ ছাপ রেখেছেন আর্জেন্টাইন ফরোয়ার্ড। কিন্তু এই ম্যাচ শেষে এমএলএস বিধি ভঙ্গ করায় শাস্তি পেতে যাচ্ছেন মেসি।


নিউ ইয়র্ক রেড বুলসের বিপক্ষে দ্বিতীয়ার্ধে মাঠে নামেন মেসি। এমএলএসে প্রথম ম্যাচ খেলতে নেমে শেষ দিকে করেন গোল। স্বভাবতই তার প্রতিক্রিয়া জানতে উদগ্রীব ছিলেন সাংবাদিকরা। কিন্তু তাদের হতাশ করেন মেসি। ম্যাচ শেষে কথা বলেননি।


আর এই কারণেই শাস্তি পেতে যাচ্ছেন মেসি। এমএলএস বিধি অনুযায়ী ম্যাচ শেষে খেলোয়াড়দের সাক্ষাৎকার দিতে হয়।


মায়ামি মুখপাত্র মলি ড্রেস্কা ম্যাচ শেষে বলেন, মেসি গণমাধ্যমের মুখোমুখি হবেন না। তাতেই এমএলএসের বিধি লংঘন করেন তিনি। শাস্তি পেতে যাচ্ছেন আর্জেন্টাইন ফরোয়ার্ড। তবে এখন পর্যন্ত কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি।


মেসি আসার পর থেকেই বদলে গেছে মায়ামির ভাগ্য। ৯ ম্যাচের সবগুলো জিতেছে তারা। সাতবারের ব্যালন ডি’অর জয়ী করেছেন ১১ গোল। এরই মধ্যে লিগস কাপে ট্রফি জিতেছে দল এবং ইউএসএ কাপের ফাইনালেও উঠেছে।


সূত্রঃ বাংলা ট্রিবিউন