অধিনায়ক নির্বাচনে মাত্র ১ ভোট পেলেন এমবাপ্পে

ফুটবল দুনিয়া August 24, 2023 625
অধিনায়ক নির্বাচনে মাত্র ১ ভোট পেলেন এমবাপ্পে

মেসি-নেইমাররা থাকাকালেও মার্কিনিওস ছিলেন পিএসজির অধিনায়ক। চলতি মৌসুমের জন্যও পিএসজির অধিনায়ক নির্বাচিত হয়েছেন ২৯ বছর বয়সী মার্কিনিওস। অন্যদিকে পিএসজির সবচেয়ে প্রভাবশালী খেলোয়াড় হিসেবে বিবেচিত কিলিয়ান এমবাপ্পে সতীর্থদের সমর্থন পাননি বলেই চলে।


অধিনায়ক নির্বাচনে মাত্র একটি ভোট পেয়েছেন তিনি। আর সেটি তার ঘনিষ্ঠ বন্ধু আশরাফ হাকিমির। ফরাসি সংবাদমাধ্যম আরএমসি স্পোর্টসের খবরে বলা হয়েছে, পিএসজি কোচ লুইস এনরিকে নতুন অধিনায়ক নির্বাচনের ভার খেলোয়াড়দের ওপর ছেড়ে দিয়েছিলেন।


খেলোয়াড়রা গোপন ব্যালটে ভোট প্রদান করেন। সাধারণত ফুটবলে একটি ক্লাবের চারজন অধিনায়ক ঠিক করে রাখা হয়। মূল অধিনায়ক চোট বা নিষেধাজ্ঞায় না খেলতে পারলে অথবা ম্যাচের মধ্যে বদলি হলে অপরজন অধিনায়কত্বের আর্মব্যান্ড পরে থাকেন। পিএসজির খেলোয়াড়দের ভোটের ভিত্তিতেও চারজনকে অধিনায়ক নির্বাচিত করা হয়েছে।


এর মধ্যে সবচেয়ে বেশি ভোট পেয়েছেন মার্কিনিওস। তার পরে দ্বিতীয় অবস্থানে দানিলো পেরেইরা। এমবাপ্পের স্বদেশি প্রেসনেল কিমপেম্বে হয়েছেন তৃতীয়। আর এক ভোট পেয়ে এমবাপ্পের অবস্থান চার নম্বরে।


সূত্রঃ ঢাকা পোস্ট