যুক্তরাষ্ট্রে মেসির নিরাপত্তার জন্য বডিগার্ড নিয়োগ দিয়েছে ইন্টার মায়ামি কর্তৃপক্ষ। অনুশীলন মাঠ, স্টেডিয়াম কিংবা মেসির ব্যক্তিগত জীবনে সবসময় ছায়াসঙ্গী হিসেবে থাকেন এই নিরাপত্তাকর্মী। আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী তারকার বডিগার্ড নিয়ে আগ্রহের কমতি নেই তার ভক্তদের। এবার জানা গেল তার পরিচয়। ইয়াসিন নামক সেই নিরাপত্তাকর্মী একজন মুইথাই ফাইটার।
মার্কিন মুলুকে পাড়ি জমানোর আগে প্রশ্ন উঠেছিল সেখানে লিওনেল মেসির নিরাপত্তা নিয়ে। লিওর নিরাপত্তা দিতে এখনও প্রস্তুত নয় ইন্টার মায়ামি। ইএসপিএনে দেয়া এক সাক্ষাৎকারে এমন মন্তব্য করে চুক্তি হারিয়েছিলেন মায়ামির সাবেক গোলরক্ষক নিক ম্যার্সম্যান। আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী তারকার নিরাপত্তা জোরদারের বিষয়ে কথা বলে আলোচিত হয়েছেন মেজর লিগের বিভিন্ন দলের কোচরাও।
কাতারের পরম আরাধ্যের বিশ্বকাপ জয়ের পর আকাশচুম্বী হয়েছে মেসির জনপ্রিয়তা। প্রিয় স্টারকে কাছে পেয়ে ফ্রেমবন্দি করতে আকুল থাকেন মার্কিন ভক্তরা। সেখানেই অপ্রীতিকর কোনো ঘটনা যেন না ঘটে, সে জন্য মেসির সঙ্গে সার্বক্ষণিক একজন নিরাপত্তাকর্মী নিয়োগ দিয়েছে ইন্টার মায়ামি কর্তৃপক্ষ।
অনুশীলন মাঠ কিংবা ড্রেসিংরুম সবসময় লিওর পাশেই থাকেন এই নিরাপত্তাকর্মী। খেলা শুরুর আগে মাঠে প্রবেশ এবং খেলা শেষে স্টেডিয়ামের টানেল দিয়ে মাঠ ছাড়ার সময়ও লিওকে চোখের আড়াল হতে দেন না তিনি। খেলা চলাকালীন মাঠের সাইড লাইনে দাঁড়িয়ে নিশ্চিত করেন লিওর নিরাপত্তা। মাঠে কোনো খেলোয়াড় কিংবা দর্শক মেসির সান্নিধ্যে যেতে হলে তাকে প্রথমে ডিঙাতে হবে সেই নিরাপত্তাকর্মীর বাধা।
শুধু মাঠ নয়, মেসির ব্যাক্তিগত জীবনেও সবসময় তার ছায়াসঙ্গী হয়ে থাকেন এই বডিগার্ড। ফ্লোরিডার রাস্তা ও শপিংমল যেখানেই মেসি পরিবার নিয়ে যান তাকে চোখে চোখে রাখেন এই গার্ড। বিশ্বসেরা ফুটবলারের বডিগার্ড নিয়ে আগ্রহের কমতি নেই তার ভক্ত-সমর্থকদের মাঝে।
এবার জানা গেল মেসির বর্ডিগার্ডের পরিচয়। ইয়াসিন নামক সেই নিরাপত্তাকর্মী একজন প্রফেশনাল মুইথাই ফাইটার। ইয়াসিনকে ইনস্টাগ্রামে ফলোও করেন বিশ্বসেরা ফুটবলার। শুধু মুইথাই নয়, মিক্স মার্শালআর্টে রয়েছে ইয়াসিনের সমান দক্ষতা। প্রফেশনাল বক্সার হিসেবেও সুনাম আছে তার। থাইল্যান্ড, ইন্দোনেশিয়ায় বেশ কয়েকটি মুইথাই ম্যাচও খেলেছেন এই ফাইটার।
এদিকে মেসির বডিগার্ড নিয়ে হাসি-তামাশায় মেতেছেন তার অনেক ভক্ত। অনেকেই আবার তাকে আখ্যা দিয়েছেন নতুন রদ্রিগো ডি পল নামে।
সূত্রঃ সময় টিভি অনলাইন