ইউএস ওপেন কাপের সেমিফাইনালে মাঠে নামছে মেসি বাহিনী

ফুটবল দুনিয়া August 23, 2023 4,951
ইউএস ওপেন কাপের সেমিফাইনালে মাঠে নামছে মেসি বাহিনী

ইউএস ওপেন কাপের সেমিফাইনাল আগামীকাল বৃহস্পতিবার (২৪ আগস্ট) ভোরে। প্রতিপক্ষ এমএলএস লিগ লিডার সিনসিনাটি। বাংলাদেশ সময় ভোর পাঁচটায় শুরু হবে এই ম্যাচ। এদিকে আর্জেন্টাইন তারকার সঙ্গে কথা বলতে মুখিয়ে প্রতিপক্ষ ফুটবলাররা। কোচের আকুতি যেন দল না বদলান নিজ সমর্থকরা।


মেসি ইন্টার মায়ামিতে যোগ দেয়ায় অনেকে ফুটবলপ্রেমীই ক্লাবটির খেলা দেখার অপেক্ষায় রয়েছেন। বাংলাদেশ থেকেও মায়ামির জার্সিতে মেসির খেলা উপভোগ করার সুযোগ রয়েছে। অ্যাপল টিভির সাবস্ক্রিপশনের মাধ্যমে বাংলাদেশসহ বিশ্বের যে কোন দেশ থেকে মায়ামির ম্যাচ দেখা যাবে। কিছু ম্যাচ ফক্স স্পোর্টসও সম্প্রচার করবে।


লিগস কাপ জয়ের ৭২ ঘণ্টা না পেরুতেই আরো একটি শিরোপার সন্ধানে ইন্টার মায়ামি। ইউএস ওপেন কাপের সেমিফাইনাল খেলতে এরই মধ্যে সিনসিনাটি পৌঁছেছে দ্য হিরন্স। তবে দল নয় পুরো আকর্ষণ যেন একজনকে ঘিরে, তিনি লিওনেল মেসি।


তার উপস্থিতি বাড়তি চিন্তার কারণ হয়েছে সিনসিনাটি কোচ প্যাট নুনানের। আর আর্জেন্টাইন তারকার সঙ্গে ম্যাচ শেষে কি কথা বলবেন তাও ঠিক করে রেখেছেন প্রতিপক্ষ দলের ফুটবলাররা।


সিনসিনাটির ফরোয়ার্ড ব্রেন্ডন ভাস্কুয়েজ বলেন, আমার রুমে মেসির পোস্টার দেখে দেখে আমি বড় হয়েছি। এখন তার বিপক্ষে খেলাটা দারুণ ব্যাপার। অবশ্যই খেলার পর আমি তার সঙ্গে কথা বলবো এবং তাকে জানাব আমি তার কত বড় ভক্ত। তবে ম্যাচে নিজের দায়িত্ব ঠিকভাবে পালন করতে চাই।


সিনসিনাটি কোচ প্যাট নুনান বলেন, আমি আশা করবো দর্শক তাদের লোকাল ক্লাবকে সমর্থন করতে মাঠে আসবে। তবে বিপক্ষ দলে মেসি খেলায়, পরিস্থিতি বদলে যেতে পারে। আমার বিশ্বাস সমর্থকরা জার্সি পরিবর্তন করবে না। তারা নিজ ক্লাবের প্রতি অবশ্যই সম্মান জানাবে।


সূত্রঃ চ্যানেল ২৪