টানা ৭ ম্যাচে করেছেন ১০ গোল করে ইন্টার মায়ামিকে জিতিয়েছেন লিগস কাপ। যেটি ইন্টার মায়ামির প্রথম শিরোপাও বটে। প্রথম চ্যালেঞ্জটি সফলতার সঙ্গে পার করে মেসির সামনে এখন আরেকটি পরীক্ষা। আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়কের সামনে এবার সুযোগ ইউএস ওপেন কাপ জেতার।
ইউএস ওপেন কাপের সেমিফাইনালে আগামী বৃহস্পতিবার ইন্টার মায়ামির প্রতিপক্ষ সিনসিনাটি। এই ম্যাচের আগে সিনসিনাটির কোচ প্যাট নোনানকে প্রশ্ন করা হয়েছিল মেসিকে আটকানোর কৌশল সম্পর্কে তিনি কী ভাবছেন, সেটি। নোনান এর উত্তরে সোজাসাপটাই বলেছেন, মেসিকে আটকানোর চিন্তা ‘বোকামি’। এ সময় ইন্টার মায়ামির ওপর মেসির প্রভাব নিয়েও কথা বলেছেন যুক্তরাষ্ট্রের এই কোচ।
ইউএস ওপেনের সেমিফাইনালের আগে সিনসিনাটি কোচ নোনানের কথা, ‘এটা খুবই কঠিন পরীক্ষা হবে। কেউ কেউ এ মত দিচ্ছে যে, “সের্হিও বুসকেতসকে মার্ক করে এবং তার খেলা আটকে দিয়ে কি পারা সম্ভব?” ঠিক আছে, কিন্তু তখন অন্য খেলোয়াড়েরা বেশি জায়গা পাবে এবং তারা আপনার ক্ষতি করতে পারে।
সবাই চেষ্টা করছে খুবই ভালো এই দলটিকে আটকানোর উপায় খুঁজে বের করতে এবং কেউই সেটা করতে পারছে না। আর মেসির ক্ষেত্রে বাস্তবতা হচ্ছে, গত দুই দশক ধরে সর্বোচ্চ স্তরের ফুটবলে খুব বেশি ক্ষেত্রে এটা করা সম্ভব হয়নি।
আর যদি আশা করা হয় যে এর উত্তর আমাদের কাছে থাকবে, তবে সেটা বোকামি। সে এখনো শীর্ষ স্তরের ফুটবল খেলছে এবং বিশ্বকাপ জিতে এসে আরও উজ্জীবিত।’
ইন্টার মায়ামির হয়ে মেসি একাই খেলছেন, এমন নয়। পুরো দল উজ্জীবিত হয়ে দারুণ ফুটবল খেলছে। দলটির ওপর মেসির প্রভাব সম্পর্কে বলতে গিয়ে নোনান আরও যোগ করেছেন, ‘মেসি আসার আগে তারা ১১টি লিগ ম্যাচে জিততে পারেনি।
আর এখন তারা একটি ম্যাচেও হারেনি। এর একটি কারণ দলে বিশ্বসেরা খেলোয়াড় বা বিশ্বের সেরা খেলোয়াড়দের একজন থাকা। এর ফলে পেশাদারত্ব থেকে মাঠের খেলার গুণগত মানসহ সবকিছুতে পরিবর্তন এসেছে।’
সূত্রঃ প্রথম আলো অনলাইন