লিগস কাপের পরে এবার ইউএস ওপেনের শিরোপা হাতছানি দিচ্ছে মেসিকে। আগামী বৃহস্পতিবার (২৪ আগস্ট) সকাল ৫টায় ইউএস ওপেনের সেমিফাইনালে ইন্টার মায়ামির বিপক্ষে মাঠে নামবে সিনসিনাটি এফসি। ম্যাচটিতে মেসি বাহিনী জয় পেলে ২৭ সেপ্টেম্বর আরও একটি শিরোপা জয়ের সুযোগ পেয়ে যাবেন আর্জেন্টাইন তারকা।
মেসি মায়ামিতে যোগ দেয়ার আগে গত ৮ জুন কোয়ার্টারফাইনালের ম্যাচে বার্মিংহাম লিজেনকে ১-০ গোলে হারিয়েছিল মায়ামি। এবার দলকে ফাইনালে তোলার দায়িত্ব পড়েছে মেসির কাঁধে। সে যাত্রায় মেসি সফল হলে নতুন ক্লাবে যোগ দেয়ার দুই মাসের মধ্যে দুটি শিরোপা উঠবে তার ঝুলিতে।
মূলত লিগস কাপ থেকেও এই ইউএস ওপেন পুরোনো টুর্নামেন্ট। যেখানে যুক্তরাষ্ট্রের প্রায় ১০০টি ক্লাব এই অংশ নিয়ে থাকে। ১৯১৩-১৪ মৌসুমে শুরু হয়েছিল ইউএস ওপেনের টুর্নামেন্ট।
সে হিসেবে এটি শতবছরের অধিক পুরোনো। বর্তমানে টুর্নামেন্টটির চ্যাম্পিয়ন দল অরল্যান্ডো সিটি। লিগস কাপে এই অরল্যান্ডোকে ৩-১ গোলে হারিয়ে মেসির দল কোয়ার্টারফাইনাল নিশ্চিত করেছিল।
সূত্রঃ সময় টিভি অনলাইন