মায়ামিকে লিগস কাপ জিতিয়ে যা বললেন মেসি

ফুটবল দুনিয়া August 20, 2023 994
মায়ামিকে লিগস কাপ জিতিয়ে যা বললেন মেসি

আর্জেন্টিনা কাতার বিশ্বকাপ জয়ের পর অনেকেই বলতে শুরু করেন, এবার হয়তো মেসি থামবেন, ‘বিদায়’ বলে দেবেন আন্তর্জাতিক ফুটবলকে। কিন্তু মেসি থামেননি, আর্জেন্টিনার হয়ে এখনো খেলে চলেছেন।


বিশ্বকাপের পর মেসি ইউরোপের ফুটবলকে ‘বিদায়’ বলে দিয়ে নাম লিখিয়েছেন যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের (এমএলএস) ক্লাব ইন্টার মায়ামিতে। তখন আবার অনেকই বলাবলি করতে থাকেন, ফুটবলে মেসির আর চাওয়া-পাওয়ার কিছু নেই। এ কারণেই ইউরোপের শীর্ষ পর্যায়ের ফুটবল ছেড়েছেন।


মায়ামির হয়ে এখন পর্যন্ত ৭টি ম্যাচ খেলেছেন। ৭টিই লিগস কাপে। আজ ন্যাশভিলের বিপক্ষে ফাইনালের একটি গোলসহ করেছেন মোট ১০টি গোল। প্রতিটি গোলের পরই মেসির উদ্‌যাপন দেখে মনে হয়েছে এখনো তিনি ফুটবল দারুণ উপভোগ করছেন।


আজ ন্যাশভিলকে টাইব্রেকারে ১০-৯ গোলে হারিয়ে ইন্টার মায়ামিকে প্রথম শিরোপা এনে দেওয়ার পর তো আনন্দে আত্মহারা হয়েছেন। কাতার বিশ্বকাপ জয়ের পর যেমন আবেগ নিয়ে শিরোপা উদ্‌যাপন করেছেন, মায়ামির হয়ে শিরোপা জয়ের পরও অনেকটা তেমনই দেখা গেছে।


উদ্‌যাপন শেষে মেসি জানিয়েছেন নিজের প্রতিক্রিয়া। ইনস্টাগ্রামে পোস্ট দিয়ে বলতে চেয়েছেন, তাঁর চাওয়া-পাওয়ার শেষ এখানেই নয়! মেসি তাঁর পোস্টে লিখেছেন, ‘চ্যাম্পিয়নস!!! ক্লাবের ইতিহাসে প্রথম শিরোপা জিতে খুব খুশি। সবার কঠিন পরিশ্রম আর নিবেদনের কারণেই এটা সম্ভব হয়েছে। আশা করছি, মাত্র তো শুরু...চলো এগিয়ে যাই।’


সূত্রঃ প্রথম আলো অনলাইন