শিরোপা জিতে মৌসুম শুরু করেছিল আল নাসর। তবে সেই সুখস্মৃতি বেশিক্ষণ ধরে রাখতে পারল না তারা। সৌদি প্রো লিগে টানা ২ ম্যাচে তারা পেয়েছে হারের স্বাদ। আল ইত্তিফাকের কাছে ২-১ গোলে হারের পর আজ হারল আল তাউনের কাছে।
রিয়াদের কিং সৌদ ইউনিভার্সিটির মাঠে আজ ২-০ গোলে পরাজিত হয়েছে আল নাসর। ইত্তিফাকের বিপক্ষে অধিনায়ক ক্রিশ্চিয়ানো রোনালদো ছিলেন না। তাতে দেখতে হয়েছিল হারের মুখ। তবে আজ তাকে নিয়েই একাদশ সাজিয়েছিলেন কোচ। কিন্তু বদলালো না ভাগ্য। লিগের শুরুর দুই ম্যাচেই বন্দি হারের বৃত্তে।
খেলার ২০ মিনিটেই আজ গোল হজম করে বসে নাসর। ম্যাতিউসের বাড়িয়ে দেওয়া বল থেকে গোল করেন লেন্ড্রে তম্বা। তাতেই এগিয়ে যায় তাউনরা। সেই ব্যবধান নিয়েই বিরতিতে যায় দুই দল।
বিরতির পর ফিরে এসেও আক্রমণ-পাল্টা আক্রমণ চলছিল। গোল শোধ করতে মরিয়া ছিল আল নাসর। কিন্তু কোনো পক্ষই পাচ্ছিল না গোলের দেখা। তবে নির্ধারিত ৯০ মিনিটের পর যোগ ষষ্ঠ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন আহমেদ বাহুশান। একক প্রচেষ্টাতেই গোলের দেখা পান তিনি। আর তাতেই ২-০ গোলের জয় নিশ্চিত করে তারা।
সূত্রঃ দেশ রূপান্তর