প্রথমবারের মতো আরব ক্লাব চ্যাম্পিয়ন্স কাপের শিরোপা ঘরে তুলেছে আল নাসর। ক্রিস্টিয়ানো রোনালদোর ছোঁয়ায় বদলে যাওয়া দলটার সামনে এবার লিগ শিরোপা জেতার লড়াই। সে লড়াইয়ে প্রথম অ্যাসাইনমেন্টটা অবশ্য ভালো হয়নি রোনালদোদের। আল ইত্তিফাকের কাছে হার দিয়ে সৌদি প্রো লিগ শুরু করেছে নাসর।
রোনালদোর মতো তারকাকে নিয়েও গত আসরে প্রো লিগের শিরোপা জিততে পারেনি নাসর। এবার তাই লিগ শিরোপার দিকেই নজর আল নাসরের। সেই লক্ষ্যে শুক্রবার (১৮ আগস্ট) বাংলাদেশ সময় রাত ১২টায় আল তাউনের বিপক্ষে মাঠে নামবে আরব ক্লাব চ্যাম্পিয়ন্স কাপের চ্যাম্পিয়নরা।
আসরের প্রথম ম্যাচে আলো ছড়াতে পারেননি রোনালদো। তাতে ২-১ গোলের ব্যবধানে আল ইত্তিফাকের কাছে হারে নাসর। নতুন যোগ দেয়া সাদিও মানে দলের হয়ে একমাত্র গোলটি করেন।
শুরুর হারে কোন পয়েন্ট না পেয়ে ১৩তম স্থানে আছে নাসর। সে ব্যর্থতা কাটিয়ে দ্বিতীয় ম্যাচেই ঘুরে দাঁড়াতে চায় তারা। দলকে জয়ে ফেরাতে সেরাটা দিতে মুখিয়ে আছেন ক্রিস্টিয়ানো রোনালদো।
নিজেদের মাঠে দর্শকদের সমর্থনও থাকবে তাদের সঙ্গে। প্রতিপক্ষ তাউনের লিগ অভিযান শুরু হয়েছে আল ফাতেহ'র সঙ্গে ১-১ গোলের ড্র দিয়ে। তাই জয়ের জন্য মরিয়া হয়ে থাকবে তাউনও।
সূত্রঃ সময় টিভি অনলাইন