মেসি জাদুতে শেষ ষোলোতে ইন্টার মায়ামি

ফুটবল দুনিয়া August 3, 2023 8,227
মেসি জাদুতে শেষ ষোলোতে ইন্টার মায়ামি

ফরাসি ক্লাব পিএসজি থেকে যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের ক্লাব ইন্টার মিয়ামিতে যোগ দিয়েছেন লিওনেল মেসি। অল্পদিনে তার ছোঁয়ায় বদলে গেছে জিততে ভুলে যাওয়া এই দলটি।


টানা তিন ম্যাচে জয় তুলে নিয়েছে মিয়ামি। বৃহস্পতিবার ভোরে লিগস কাপের ‘রাউন্ড অব ৩২’-এর ম্যাচে ওরল্যান্ডো সিটির বিপক্ষে ৩-১ গোলে জয় তুলে নিয়েছে মেসি বাহিনী। মেসি করেছেন জোড়া গোল।


বৃহস্পতিবার বাংলাদেশ সময় সকালে ফ্লোরিডায় হওয়া ম্যাচের সপ্তম মিনিটে জালের দেখা পান মেসি। সতীর্থ রবার্ট টেলরের বাড়ানো বল পেয়েই বাঁ পায়ে করেন লক্ষ্যভেদ।


১৭ মিনিটে সেজার আরাউজোর নিশানাভেদে সমতায় ফেরে অরল্যান্ডো সিটি। প্রথমার্ধ শেষে স্কোরলাইন ছিল ১-১।


খেলার ৫১ মিনিটে স্পট কিক থেকে মিয়ামিকে এগিয়ে দেন জোসেফ মার্টিনেজ। এরপর আবারো মেসির পা থেকে আসে গোল। জোসেফের অ্যাসিস্টে বল নিয়ে ৭২ মিনিটে ডান পায়ের শটে বল জালে প্রবেশ করান আর্জেন্টাইন মহাতারকা।


সূত্রঃ অনলাইন