আল হিলালের সাথে নেইমারের চুক্তি আগামী সপ্তাহে!

ফুটবল দুনিয়া June 25, 2023 2,057
আল হিলালের সাথে নেইমারের চুক্তি আগামী সপ্তাহে!

ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমারের সঙ্গে ‘আগামী সপ্তাহে’ চুক্তি সম্পন্ন করতে চলেছে সৌদি ক্লাব আল হিলাল। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রভাবশালী গণমাধ্যম ফোর্বস সৌদি মাধ্যমের বরাতে এমন খবর জানাচ্ছে।


প্রতিবেদনে বলা হয়েছে, আল হিলাল বিশ্বখ্যাত এমন এক তারকার সাথে চুক্তির ঘোষণা দিতে চলেছে, যা আগামী সপ্তাহে ‘বিশ্বব্যাপী আলোচনার প্রধান বিষয়বস্তু’ হতে চলেছে, যেখানে তার জাতীয়তা প্রকাশ করলেই পরিচয় স্পষ্ট হয়ে যাবে।


বেইন স্পোর্টসের খালিদ ওয়ালিদও টুইট করেছেন। বলছেন, সেই খেলোয়াড়টি হতে পারেন প্যারিস সেইন্ট জার্মেইনের ব্রাজিলীয় তারকা ফরোয়ার্ড নেইমার। সৌদি আরবের সাংবাদিক আল-আজলান বলছেন, ‘আল হিলাল এমন একজন খেলোয়াড়ের সাথে চুক্তি করছে, যা মৌসুমে বিস্ফোরণ ঘটাবে এবং বিশ্বে আলোচনার প্রধান বিষয়বস্তু হবে।’


আল-আজলান আরও বিস্তারিত আলোচনা করে দেখিয়েছেন যে, পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ড কীভাবে কাজ করে যা সম্প্রতি আল হিলাল, আল নাসের, আল ইত্তহাদ এবং আল আহিলের নিয়ন্ত্রণ নিয়ে ‘প্রত্যেক ক্লাবকে তিনজন করে তারকা খেলোয়াড়’ আনতে সহায়তা করবে।


সূত্রঃ চ্যানেল আই অনলাইন