অবশেষে জানা গেলো কবে থেকে কোপা আমেরিকা শুরু

ফুটবল দুনিয়া June 21, 2023 1,046
অবশেষে জানা গেলো কবে থেকে কোপা আমেরিকা শুরু

পরবর্তী কোপা আমেরিকা অনুষ্ঠিত হবে ২০২৪ সালে যুক্তরাষ্ট্রে গ্রীষ্মকালে। আগামী বছরের ২০ জুন আসন্ন আসরের পর্দা উঠবে। আর ১৪ জুলাই ফাইনাল দিয়ে লাতিন আমেরিকা মহাদেশের ফুটবলের শ্রেষ্ঠত্বের লড়াই শেষ হবে।


মঙ্গলবার (২০ জুন) দক্ষিণ আমেরিকান ফুটবল কনফেডারেশন (কনমেবল)আনুষ্ঠানিকভাবে বিষয়টি নিশ্চিত করেছে। ক্রীড়াভিত্তিক প্রভাবশালী সংবাদমাধ্যম ইএসপিএনের এক প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।


এক বিবৃতিতে কনমেবল জানিয়েছে, এবার ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনাসহ লাতিন আমেরিকার ১০টি দল কোপায় অংশগ্রহণ করবে। আর কনকাকাফ অঞ্চল থেকে ৬টি দল অতিথি হিসেবে থাকবে মহাদেশীয় ফুটবল মহাযজ্ঞে।


কনমেবল প্রেসিডেন্ট আলেজান্দ্রো ডমিনগুয়েজ বলেন, মোট ২৫ দিন ধরে এ টুর্নামেন্ট হবে। কোন কোন শহর ও স্টেডিয়ামে ম্যাচগুলো গড়াবেবে-তা শিগগিরই জানিয়ে দেয়া হবে। সেই সঙ্গে পূর্ণাঙ্গ সময়সূচিও জানানো হবে।


ইতোমধ্যে কোপার ফরম্যাট জানানো হয়েছে। এবার লাতিন আমেরিকার ‘বিশ্বকাপে খেলতে কনকাকাফ অঞ্চলের ৬টি দলকে আমন্ত্রণ জানানো হবে। ২০২৩-২৪ ন্যাশনস লিগ টুর্নামেন্টে খেলে কোয়ালিফাই করে আসতে হবে তাদের।


সাধারণত, কোপায় আর্জেন্টিনা, ব্রাজিলসহ দক্ষিণ আমেরিকার সব ফুটবল খেলুড়ে দল অংশ নেয়। তবে অন্য অঞ্চল থেকে দল অতিথি করার ঐতিহ্য রয়েছে তাদের।


সূত্রঃ চ্যানেল ২৪