রাতে ব্রাজিল মাঠে নামছে আরেক আফ্রিকান দেশ সেনেগালের বিপক্ষে। কাতার বিশ্বকাপের পরে সেলেসাও বাহিনীর প্রথম জয় এসেছে গিনির বিপক্ষে। এবার সেনেগালের বিপক্ষেও জয় পেতে সেরা একাদশ নিয়ে মাঠে নামবে ব্রাজিল।
মঙ্গলবার (২০ জুন) রাত ১টায় এস্তাদিও জোসে আল্ভালাদেতে আফ্রিকা চ্যাম্পিয়ন সেনেগালের মুখোমুখি হবে ব্রাজিল। ম্যাচটিতে ব্রাজিলের একাদশ কেমন হতে পারে, সেটি এক নজরে দেখে নেয়া যাক।
দলের বড় তারকা নেইমার জুনিয়র রয়েছেন ইনজুরিতে। ফলে আফ্রিকা সফরে তাকে দলে রাখা হয়নি। সেনেগালের বিপক্ষে ব্রাজিলের আক্রমণ ভাগের দায়িত্বে দেখা যেতে পারে রদ্রিগো, রিচার্লিসন ও ভিনিসিউস জুনিয়রকে।
এ দিকে দলটির গোলরক্ষক অ্যালিসন বেকারকে বসিয়ে রাখা হয়েছিল গিনির বিপক্ষে। সেই জায়গায় সম্প্রতি ট্রেবলজয়ী এদারসনকে দায়িত্ব দেয়া হয়েছিল। তিনি রয়েছেন দুর্দান্ত ফর্মে। তাই সেনেগালের বিপক্ষেও গোলপোস্টে এদারসনকে দেখা যেতে পারে।
সেলেসাওদের রক্ষণে ভ্যানডারসন, এদের মিলিতাও, মারকুইনহোস ও আয়ারটন লুকাসকে দেখার সম্ভাবনা বেশি রয়েছে। আর মধ্য মাঠে ভরসার নাম হতে পারেন জোয়েলিনটন, ক্যাসেমিরো ও রাফায়েল ভেইগা।
ব্রাজিলের সম্ভাব্য একাদশ
গোলরক্ষক: এদারসন
ডিফেন্ডার: ভ্যানডারসন, এদের মিলিতাও, মারকুইনহোস, আয়ারটন লুকাস।
মিডফিল্ডার: জোয়েলিনটন, ক্যাসেমিরো, রাফায়েল ভেইগা।
ফরোয়ার্ড: রদ্রিগো, রিচার্লিসন, ভিনিসিউস জুনিয়র।
সূত্রঃ সময় টিভি অনলাইন